ভালোবাসার কাছে ঘৃণা পরাজিত হবে: রাহুল গান্ধী

rahul-gandhi

পিবিএ ডেস্ক: কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী বলেছেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ঘৃণা প্রচার করেছেন। আর আমি ভালোবাসা ছড়িয়ে দেওয়ার কাজ করেছি। আমার মনে হয় শেষমেশ ভালোবাসার জয় হবে। মানুষ আমাদের মালিক। মানুষ যে সিদ্ধান্ত নেবে আমরা তা মেনে নেব।’

আজ রবিবার মধ্য দিল্লি লোকসভা কেন্দ্রে নিজের ভোট দেয়ার পর এ মন্তব্য করেন কংগ্রেস সভাপতি। খবর এনডিটিভির।

ভোট দেওয়ার পর সাংবাদিকদের তিনি বললেন, ‘এবারের নির্বাচনে উপভোগ্য লড়াই হয়েছে।’

তাঁর সঙ্গে ছিলেন নিউ দিল্লি আসনের কংগ্রেসের প্রার্থী অজয় মাকেন।

কিছুদিন আগে পর্যন্ত মাকেনই দিল্লি কংগ্রেসের দায়িত্বে ছিলেন। লোকসভা ভোটের আগে তাঁকে সরিয়ে প্রাক্তন মুখ্যমন্ত্রী শীলা দীক্ষিতকে প্রদেশ সভাপতি পদে নিয়ে আসা হয়। এবার অজয় মাকেনের পাশাপাশি শিলাও নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন।

সাংবাদিকদের রাহুল আরও জানান, এবারের লোকসভা নির্বাচনের চারটি প্রধান ইস্যু আছে। সেগুলো আমাদের তৈরি নয় সাধারণ মানুষের তৈরি। তার মধ্যে সবচেয়ে বড় বিষয় হল বেকারত্ব। তারপরেই বলতে হবে কৃষকদের দুরাবস্থা এবং নোটবন্দি ও জিএসটির কথা। রাফাল যুদ্ধ বিমান কেনা নিয়ে যে দুর্নীতি হয়েছে সেটাও এই নির্বাচনের অন্যতম গুরুত্বপূর্ণ ইস্যু।

দিল্লিতে ৭টি লোকসভা আসনের লড়াই হচ্ছে। দীর্ঘ আলোচনার পরও কংগ্রেস এবং আম আদমি পার্টির মধ্যে কোনও জোট হয়নি। তিনটি দলই আলাদা করে প্রার্থী দিয়েছে। রাহুলের পাশাপাশি বিদেশ মন্ত্রী সুষমা স্বরাজ ওই একই ভোটগ্রহণ কেন্দ্রের ভোট দিতে আসেন।

এবার দুটি লোকসভা কেন্দ্র থেকে লড়েছেন কংগ্রেস সভাপতি। এর মধ্যে একটি তাঁর ১৫ বছরের ‘কর্মভূমি’ উত্তরপ্রদেশের অমেঠী অন্যটি কেরালার ওয়ানড়। দু’জায়গাতেই ভোট হয়ে গিয়েছে। ২০১৪ সালে অমেঠী কেন্দ্রে রাহুলের বিপক্ষে ভোটে লড়েছিলেন কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানি। এবারও তিনি প্রার্থী হয়েছেন।

পিবিএ/এএইচ

আরও পড়ুন...