ভালোবাসা দিবসের ঝোঁপের সামনে দু`জোড়া স্যান্ডেলের ছবি ভাইরাল

sandel-PBA

পিবিএ ডেস্ক: প্রতি বছর ১৪ই ফেব্রুয়ারি একযোগে সারা বিশ্বে পালন করা হয় ‘ভালোবাস দিবস’। ভাইরালের ঝড়ও উঠে দিনটিতে। এবারের বিশ্ব ভালবাসা দিবসে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দুই জোড়া স্যান্ডেলের একটি ছবি ভাইরাল হয়েছে।

ছবিতে দেখা যায়, গাছপালা ভর্তি একটা জায়গা। গাছপালার সঙ্গে পাল্লা দিয়ে ভরে রয়েছে লতাপাতায়। সড়কের পাশেই এমনই একটা ঝোঁপ। এর ভেতরে যাওয়ার জন্য একটা সরু পথের মতোও রয়েছে। তবে সেই পথে অনেকদিন যে কেউ মাড়ায় না, নতুন গজিয়ে ওঠা ঘাস ও লতাপাতাই তার প্রমাণ। একনজর দেখলে মনে হবে, জায়গাটি পরিত্যক্ত। অথচ এমন একটা জায়গায় দুই জোড়া স্যান্ডেল পড়ে আছে। কী অবাক কাণ্ড!

বিশ্ব ভালোবাসা দিবসে দুই জোড়া স্যান্ডেল রেখে ‘হাওয়া হয়ে যাওয়া’ এমন একটি ছবিই সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে। বিশেষ করে ভালোবাসার মানুষের দেখা যারা পাননি কিংবা প্রেমে ছ্যাঁকা খেয়ে এখন হাওয়া খাচ্ছেন, তাদের অনেকেই ছবিটি শেয়ার দিয়েছেন। যেন তাদের হৃদয়ের হাহাকার তুলে ধরেছেন। বলছেন, দেখো, ওরা কী করছে!

ফেসবুকে একজন ছবিটি পোস্ট করে লিখেছেন, কী অবাক কাণ্ড। দু’জোড়া স্যান্ডেল ওখানে কী করছে!

পিবিএ/এফএস

আরও পড়ুন...