ভালোবাসা দিবসে বলিউড অভিনেত্রীর চুমুর ভিডিও ভাইরাল (ভিডিওসহ)

পিবিএ ডেস্ক: ভ্যালেনটাইনস ডে। নিজের প্রেমিক বা প্রেমিকার সঙ্গে সময় কাটাতেই ব্যস্ত সকলে। বলিউড থেকে টলিউড সব সেলেবরাই ব্যস্ত নিজেদের মতো করে এই দিনটা পালন করতে। সকলেই নিজেদের সোশ্যাল মিডিয়ায় নানা রকম ভালবাসার ছবি পোস্ট করছেন। নিজেদের জীবনের সেরা স্মৃতি গুলো তুলে ধরছেন সকলে।

https://www.instagram.com/p/B8L21nIHucD/

তবে সবার থেকে একটু অন্য পথে হাঁটলেন বলিউড অভিনেত্রী শেহনাজ টেজারি। শেহনাজ একটা সময় বলিউডের মিষ্টি ও হট নায়িকাদের মধ্যে একজন ছিলেন। কিন্তু খুব বেশিদিন কাজ করেননি তিনি। শেহনাজ কাজ ছেড়ে ঘুরে বেড়িয়েছেন দেশ বিদেশ। নিজের একটা ইউটিউব চ্যানেল খুলেছেন। ট্রাভেল চ্যানেল, দেশ বিদেশের নানা জায়গায় গিয়ে শেহনাজ বানান ভিডিও।

https://www.instagram.com/p/B7I6Gx4J107/

তার ফলোয়ারের সংখ্যাও প্রচুর। তবে ভ্যালেনটাইনস ডেতে শেহনাজ যা করলো তা অবাক করে। শেহনাজ তার ইউটিউব চ্যানেলের জন্য ভ্যালেনটাইনস ডে নিয়ে একটি মজার ভিডিও শ্যুট করতে পৌঁছে যান প্রেমিক প্রেমিকাদের কাছে। চুমু খেতে ব্যস্ত যুবক যুবতী! তাদের মাঝখানে ঢুকে পড়লেন অভিনেত্রী। চুমু খাওয়া থামিয়ে শেহনাজের সঙ্গে কথা বলতে বাধ্য হলেন যুবক-যুবতী। দু বছর আগে শেহনাজের বয়ফ্রেন্ড তাকে কিভাবে ডিচ করেছিলেন সেকথা লিখেছেন অভিনেত্রী তার পোস্টে।

https://www.instagram.com/p/B4biC_rnXsd/

পোস্টে তিনি লেখেন, দুই বছর আগে আমি জানতে পেরেছিলাম যে, আমার প্রেমিক যার সাথে আমি সাড়ে তিন বছর ধরে বাস করছিলাম সে ভ্যালেন্টাইনস ডে-তে অন্য মেয়ের সাথে একটি হোটেল রুম বুক করেছিল এবং রাত কাটিয়েছিল। আমি আজ সেটা মনে করলে হাসি কিন্তু সেদিন বিষয়টি অভাবনীয়ভাবে আমার হৃদয়ে আঘাত করেছিল। যাইহোক, আপনার জন্যও সঠিক ব্যক্তিটি বেছে নিন। শুভ ভালোবাসা দিবস!

পিবিএ/বিএইচ

https://www.instagram.com/p/B8jB24XpBTW/

আরও পড়ুন...