পিবিএ,খেলাধুলা: গতকাল প্রস্তুতি ম্যাচে আয়ারল্যান্ড উলভসের কাছে ৮৮ রানের বিশাল ব্যবধানে হেরেছে বাংলাদেশ একাদশ। প্রথমে ব্যাট করতে নেমে ৮ উইকেটে ৩০৭ রান করে আয়ারল্যান্ড৷ ছোট মাঠে এই স্কোরটা বাংলাদেশের জন্য কঠিন ছিলো না। তবুও বাংলাদেশের ইনিংস গুটিয়ে গিয়েছে মাত্র ২১৯ রানে।
সহজ ম্যাচে হারার জন্য লিটন তাই দায়ী করলেন ভালো খেলতে না পারাটাকেই, ‘উইকেট এবং মাঠ অনুযায়ী ৩০০ ( আসলে ৩০৮) খুব বেশি রান ছিল না। আমরা ভালো ক্রিকেট খেলিনি তাই হেরেছি। জিততে পারলে প্রস্তুতিটা আরো ভালো হতো। তবে সব মিলিয়ে খারাপ হয়নি।’
আবার, ছোট মাঠেও এমন ব্যাটিং ধসের পিছনেরও ব্যাখ্যা দিয়েছেন লিটন৷ বেশিরভাগ ব্যাটসম্যানই ক্যাচ তুলে আউট হয়েছেন। লিটন বলেন, ‘যেহেতু ছোট মাঠ। ছয় মারার চেষ্টা করেছি। তখন মিসহিট হওয়ার চান্স থাকে।’ তবে বড় মাঠে এমনটা হবে না এমনটা জানান লিটন।
পিবিএ/এমএস