পিবিএ: চিত্রনায়ক সাইমন সাদিক। জাকির হোসেন রাজু’র ‘জ্বী হুজুর’ দিয়ে অভিষেক হলেও দ্বিতীয় ছবি ‘পোড়ামন’ দিয়ে ব্যাপক পরিচিত পান তিনি। এরপর একের পর এক ছবিতে অভিনয় করে এখন তিনি রীতিমত ব্যস্ত একজন চিত্রনায়ক। মুক্তির অপেক্ষায় রয়েছে তার অভিনীত মোস্তাফিজুর রহমান মানিকের ‘আনন্দ অশ্রম্ন’, সফিক হাসানের ‘বাহাদুরী’সহ কয়েকটি চলচ্চিত্র।
সম্প্রতি মোস্তাফিজুর রহমান মানিকের ‘আনন্দ অশ্রম্ন’ ছবিটির শুটিং শেষ করেছি। এই ছবিতে আমার সহকর্মী হিসেবে আছেন চিত্রনায়িকা মাহিয়া মাহী। অন্যদিকে মুক্তির অপেক্ষায় রয়েছে সফিক হাসানের ‘বাহাদুরী’ ও সওকত হোসেনের ‘নদীর বুকে চাঁদ’। এই ছবি দুটিতে আমার সহকর্মী হিসেবে কাজ করেছেন চিত্রনায়িকা পরীমণি। অচিরেই বদিউল আলম খোকনের ‘আমার মা, আমার বেহেস্ত’ ছবির বাকি অংশের শুটিং শুরু করব। অন্যদিকে অপূর্ব রানা’র ‘সংসার’ ছবিসহ কয়েকটি ছবির শুটিং বাকি রয়েছে। এছাড়াও বেশ কয়েকটি ছবি নিয়েও কথা চলছে।
আমি সুযোগ পেলেও পরিবারের সাথে সময় দিতে বেশি পছন্দ করি। বর্তমানে খুব বেশি ছবি নির্মাণ হচ্ছে না। তেমন কোনো ভালো গল্পও নেই। আমি বিশ্বাস করি বর্তমান সরকার দেশরত্ন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আর ডিজিটাল প্রযুক্তির ছোঁয়ায় বাংলাদেশের মানুষ অনেক এগিয়ে। যেখানে হাত বাড়ালেই ইউটিউবসহ সব সোশ্যাল মিডিয়াতে দর্শক এখন অনেক আপডেট। তাই সকল পরিচালক, প্রযোজক আর কাহিনিকারদের নকল প্রত্যাহার করে মৌলিক আর ভালো গল্পের দিকে বেশি আগ্রহী হতে হবে। নিজেকে আড়াল করার কিছুই নেই। আমি এই অঙ্গনের মানুষ। তবে আমিও নিঃসন্দেহে বলতে পারি ভালো নির্মাণ আর গল্পের কোনো বিকল্প নেই।
সিনেমা আমাদের একটি ভালোবাসার জায়গা। অনেকের হয়তো সেই ভালোবাসাটা নেই। আমি মনে করি সিনেমার প্রতি ভালোবাসা এক আর সিনেমা নিয়ে ব্যবসা করা আরেক। দর্শক এখনও হলে গিয়ে ছবি দেখেন। ভালো গল্পের সিনেমা দর্শক সিনেমা হিট করলে, কোনো অশুভ ছায়া তা আটকাতে পারবে না। এখন প্রয়োজন শুধু হল মালিকদের দৃষ্টি ফেরানো। তারা যদি সিনেমা হল সংরক্ষণ, সাউন্ড আর ডিজিটাল ফরমেটকে ভালোভাবে উপস্থাপন করতে পারে তাহলেই আবার চলচ্চিত্রে নতুন প্রাণ ফিরে পাবে।
বড় পর্দার মাধ্যমে একজন সাইমন সাদিককে সবাই চেনে। আবার শিল্পী সমিতির নির্বাচনে কার্যনির্বাহী পরিষদের সদস্য পদে সবচেয়ে বেশি ভোটে সবাই আমাকে জয়ী করেছে। এর চেয়ে আর বড় সাফল্য কী হতে পারে। সব সিনেমাপ্রেমিদের শুধু একটা কথা বলতে চাই, সবাই সিনেমা হলে এসে সিনেমা দেখুন। সবার প্রতি আন্তরিকতা রেখেই কাজ করার চেষ্টা করি। কারণ চলচ্চিত্র আমাদের একটি পরিবার। দিন শেষে আমরাই এখানে।
পিবিএ/এমআই