ভালো না হলে চরম পরিণতি ভোগ করতে হবে: স্বরাষ্ট্র মন্ত্রী

fulsori0thana-PBA

পিবিএ,গাইবান্ধা: স্বরাষ্ট্র মন্ত্রী আসাদুজ্জামান খান বলেছেন দেশ থেকে মাদক সাফ করা হবে। তিনি মাদকের গডফাদার ও মাদক ব্যবসায়ীদের হুশিয়ার করে বলেন, ভালো হয়ে যান, নইলে চরম পরিণতি ভোগ করতে হবে। মাদকের ক্ষেত্রে কোনো ছাড় নেই, যেসব ব্যবসায়ী বাইরে আছে, তাদের ক্ষেত্রে পুলিশ জিরো টলারেন্স ভূমিকা পালন করবে।

গাইবান্ধার ফুলছড়ি উপজেলার নাপিতের হাট সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে আয়োজিত মাদক বিরোধী বিশাল সুধী সমাবেশে স্বরাষ্ট্র মন্ত্রী প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

তিনি বলেন, পুলিশ বাহিনীর সক্ষমতা বৃদ্ধি করা হয়েছে। সন্ত্রাস-জঙ্গিবাদ দমনের ক্ষেত্রে পুলিশ নজির স্থাপন করেছে। তিনি এলাকার আইন-শৃঙ্খলা রক্ষায় পুলিশকে সহযোগিতার জন্য জনগণের প্রতি আহ্বান জানান। গাইবান্ধা পুলিশ সুপার প্রকৌশলী আব্দুল মান্নান মিয়ার সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন জাতীয় সংসদের ডেপুটি স্পিকার অ্যাড. ফজলে রাব্বী মিয়া প্রমুখ।

সমাবেশে এলাকার ২০ জন মাদক ব্যবসায়ী ও ৫০ জন মাদকসেবী স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে আত্মসমর্পণ করেন। এর আগে তিনি ফুলছড়ি থানার নতুন ভবন উদ্বোধন করেন।

পিবিএ/এফএস

আরও পড়ুন...