পিবিএ,ঢাকা: রাজধানীর ভাষানটেকে বাড়িতে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। সেই আগুন নিভাতে গিয়ে মা-মেয়ে দগ্ধ হয়েছে। তাদেরককে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসা দেওয়া হচ্ছে। দগ্ধরা হলেন মা শাহনাজ চৌধুরি (৪৮) ও তার মেয়ে তাহিয়া চৌধুরি (২৫)। জানা গেছে, জমি নিয়ে বিরোধের জেরে ডেভোলপার কোম্পানির লোকজন তাদের বাড়িতে আগুন ধরিয়ে দেয়।
মঙ্গলবার সন্ধ্যার পর ভাষানটেক শহীদ বদিউজ্জামান রোডের ২৭৩/৩ নম্বর বাসায় এই ঘটনা ঘটে। পরে রাত ১১ টার দিকে তাদেরকে বার্ন ইউনিটে নিয়ে আসা হয়।
দগ্ধরা জানায়, তাদের আড়াই কাঠা জায়গা রাইয়ান রিয়েলস্টেট কোম্পানিকে ২০১১ দেয় ভবন নির্মানের জন্য। ওই কোম্পানী ৬ তলা একটি ভবন নির্মান করলেও তার পুরো কাজ শেষ করেনি। কাজ শেষ না করে দেওয়ায় শাহনাজ তার পরিবার সহ ওই ভবনের ৪ তলার একটি ফ্লাট নিজেরাই ঠিক করে উঠে। এনিয়ে তাদের সাথে ধীর্ঘদিন ঝামেলা চলছিলো।
দুপুরে কোম্পানীর মালিক মাওলানা মাসুদ রেজা, মাসুম বিল্লাহ, আবু বক্কর, সবুজ সহ বেশ কয়েকজন মিলে তাদের বাসায় হামলা চালায়। এরপর সন্ধ্যা তারা আবার এসে নিচের কলপসেবল গেটের পাশে অাগুন ধরিয়ে দেয়। সেই আগুন নিভাতে গিয়েই তারা মা মেয়ে দগ্ধ হয়।
ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের এএসআই আব্দুল্লাহ খান জানান, শাহনাজের দুই হাতে ও পায়ের কিছুটা সহ ১২ শতাংশ দগ্ধ হয়েছে। আর মেয়ে তাহিয়ার হাত আগুনে দগ্ধ হয়েছে।
পিবিএ/এফএস