ভিকারুননিসার শিক্ষিকা হাসনা হেনা কারাগারে

পিবিএ ডেস্ক: পল্টন থানায় দায়ের করা মামলায় বুধবার রাত ১১টার দিকে উত্তরা এলাকা থেকে ডিবি পুলিশের হাতে গ্রেফতারকৃত ভিকারুননিসা নুন স্কুল এন্ড কলেজর শিক্ষিকা হাসনা হেনার জামিন না মঞ্জুর করে কারাগারে প্রেরণ করেছ আদলত । এর আগে দুপুরে শিক্ষিকা হাসনা হেনাকে আদালতে হাজির করা হয়।

মেয়েকে আত্মহত্যায় প্ররোচণার অভিযোগ এনে মঙ্গলবার রাতে পল্টন থানায় মামলা দায়ের করেছিলেন অরিত্রীর বাবা দিলীপ অধিকারী। এ মামলায় বিদ্যালয়ের ভারপ্রাপ্ত অধ্যক্ষ নাজনীন ফেরদৌস ও প্রভাতি শাখার প্রধান জিন্নাত আরাকেও আসামি করা হয় । এর আগে, শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশনা মেনে তিনজনকেই সাময়িক বরখাস্ত করা হয়।

জানা গেছে, বাকি দুই শিক্ষককেও গ্রেফতারের চেষ্টা করছে গোয়েন্দা পুলিশ।

পিবিএ/ইএইচকে

আরও পড়ুন...