পিবিএ,ঢাকা: রাজধানীর রামপুরা এলাকায় ভিক্টর পরিবহণের ধাক্কায় একটি রিক্সার তিন যাত্রী ও মোটরসাইকেল আরোহী মানবকণ্ঠের চীফ ফটো সাংবাদিক জুবায়ের রাকেশ আহত হয়েছেন। মঙ্গলবার (৭ জানুয়ারি) রাত ১১ টার দিকে রামপুরা বেটার লাইফ হাসপাতালের সামনে এই দুর্ঘটনা ঘটে। অভিযুক্ত গাড়িটি ভিক্টর পরিবহণের। যার নম্বর ঢাকা মেট্রো- ব ১১-১৭৩৯।
জানা যায়, রাতে অফিস শেষ করে বাসায় ফিরছিলেন সাংবাদিক জুবায়ের রাকেশ। রামপুরা এলাকায় পৌঁছালে ভিক্টর পরিবহণের একটি বাস তার মোটরসাইকেলে ধাক্কা দিলে তিনি পড়ে গিয়ে আহত হন। এসময় একই গাড়ির ধাক্কায় পাশে থাকা রিক্সার যাত্রীরাও আহত হন।
ঘটনাটি নিশ্চিত করে সাংবাদিক জুবায়ের রাকেশ বলেন, রাতে বাসায় ফিরছিলাম। বাসটি আমাকে ধাক্কা দেয়। আমি পড়ে জাই। তবে তাৎক্ষনিক সামলে নিতে পারায় বড় দুর্ঘটনার হাত থেকে বেঁচে যাই। তবে এবিষয়ে থানায় কোন অভিযোগ দায়ের করা হয়নি বলেও জানান তিনি।
পিবিএ/বিএইচ