ভিক্টোরিয়া হাসপাতালে সাংবাদিক প্রবেশে নিষেধাজ্ঞায় বিওজেএ’র নিন্দা

BOJA

পিবিএ,ঢাকা: নারায়নগঞ্জের ভিক্টোরিয়া হাসপাতালে সাংবাদিকদের প্রবেশে নিষেধাজ্ঞা আরোপ করায় নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ অনলাইন জার্নালিস্ট অ্যাসোসিয়েশন – বিওজেএ।

এক যুক্ত বিবৃতিতে সংগঠনের সভাপতি জাহিদ ইকবাল এবং সাধারণ সম্পাদক এম ইব্রাহিম সরকার বলেন, নিজেদের অপকর্ম ঢাকতে সাংবাদিকদের প্রবেশে নিষেধাজ্ঞা দিয়েছেন ভিক্টোরিয়া হাসপাতাল কতৃপক্ষ । কেননা, সাংবাদিকরা হাসপাতালে প্রবেশ করলে তারা তাদের অপকর্ম চালিয়ে যেতে পারবে না।

একই সাথে হাসপাতালটিতে চিকিৎসা নিতে যাওয়া দুই সাংবাদিককে অবরুদ্ধ করে রাখারও নিন্দা করেন নেতৃবৃন্দ।

তারা স্থানীয় দৈনিক সংবাদ চর্চা পত্রিকাসহ অন্যান্য পত্রিকায় তুলে ধরা ভিক্টোরিয়া হাসপাতালের নানা অনিয়ম তদন্ত করে দোষিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণেরও দাবী জানান।

পিবিএ/এএইচ

আরও পড়ুন...