ভিক্ষুকের অ্যাকাউন্টে কোটি টাকা!

corore-beger-PBA

পিবিএ ডেস্ক: ভিক্ষুককে দু চার টাকা অনেকেই দেয় । কিন্তু সেই ভিক্ষুক যদি হয় কোটিপতি? সম্প্রতি এমনি এক ভিক্ষুকের সন্ধান পাওয়া গেছে ভারতের বিহারে।

ভারতের বিহার রাজ্যের পাটনা রেলওয়ে জংশনে ভিক্ষা করেন শারীরিক প্রতিবন্ধী পাপ্পু কুমার। স্টেশনে থাকা অন্য অন্য ১০জন ভিক্ষুকের মত গত সাত বছর ধরে সেটাই তার পেশা, ষ্টেশনই তার ঠিকানা। তবে পুলিশ পরিচ্ছন্নতা অভিযানের অংশ হিসেবে তাকে সেখান থেকে সরিয়ে দিতে চেয়েছিল। এদিকে পাপ্পুও নিজের জায়গায় অনড়।

এ ষ্টেশন ছেড়ে সে কোথাও সরবে না। অনেকটা বাধ্য হয়েই তাঁকে গ্রেফতার করে পুলিশ। আর তাতেই ফাঁশ হলো পাপ্পুর সম্পদের রহস্য। দেখা গেল, কোটিপতি সে।

তার সম্পত্তির পরিমাণ এক কোটি ২০ লাখ রুপি। এছাড়া চারটি ব্যাংকে তার জমা আছে আরো পাঁচ লাখ রুপি। পুলিশ তার দেহ তল্লাশি চালিয়ে চারটি ব্যাংকের এটিএম কার্ড খুঁজে পেয়েছে। এসব ব্যাংকেই তার পাঁচ লাখ রুপি জমা আছে। পুলিশ আরো জানায়, এই ভিক্ষুক একসময় ইঞ্জিনিয়ার হতে চেয়েছিলেন। পরে ভাগ্যের পরিহাসে ভিক্ষুকে পরিণত হয়।

পিবিএ/এফএস

আরও পড়ুন...