ভিক্ষুকের ব্যাংক অ্যাকাউন্টে ৭ কোটি ৬০ লাখ টাকা

পিবিএ ডেস্ক: ১০ বছরের বেশি সময় লেবাননের সিডন শহরে ভিক্ষা করছেন ওয়াফা মোহাম্মদ আওয়াদ নামে লেবাবনের ওই নারী। তার ব্যাংক অ্যাকাউন্টে ১.২৫ বিলিয়ন লেবানিজ পাউন্ড। যা বাংলাদেশি টাকায় ৭ কোটি ৬০ লাখের বেশি।

এই কোটিপতি নারী ভিক্ষুকের বিষয়টি দেশটির সামাজিক যোগাযোগ মধ্যম এবং গণমাধ্যমে ব্যাপক সাড়া ফেলেছে।

ওয়াফা ‘ধরা’ পড়ে যান জামাল ট্রাস্ট ব্যাংক বন্ধ হওয়ার ঘোষণা আসার পর। বিতর্কিত একটি সংগঠনকে আর্থিক সহায়তা করার অভিযোগে ব্যাংকটির বিরুদ্ধে তদন্তে নামে যুক্তরাষ্ট্র। এরপর সেটি বন্ধ করার ঘোষণা দেয়া হয়। লেবাননের কেন্দ্রীয় ব্যাংক গ্রাহকদের আশ্বস্ত করে বলেন, সবার অর্থ নিরাপদে আছে।

বুধবার বিকেল থেকে সোশ্যাল মিডিয়ায় দুটি চেকের ছবি ভাইরাল হয়েছে। কেন্দ্রীয় ব্যাংক থেকেই চেক দুটি ইস্যু করা হয়। বলা হচ্ছে একটি চেক ওয়াফার। ব্যাংকে চেক আনতে গেলে কেন্দ্রীয় ব্যাংকটির একজন কর্মকর্তা তাকে চিনে ফেলেন। এরপর তিনি ছবি তুলে পোস্ট করেন।

যে হাসপাতালে ওয়াফা ভিক্ষা করতেন, সেখানকার নার্স হানা বলেন, ‘ওয়াফা দশ বছর ধরে এখানে ভিক্ষা করেন। আমরা তো বুঝতেই পারিনি। তার নাম এখন সবার মুখে মুখে।’

পিবিএ/ইকে

আরও পড়ুন...