পিবিএ ডেস্ক : নানা বেশে দুবাইয়ের বিভিন্ন জায়গায় দেখা যাচ্ছে পাকিস্তানী ক্রিকেটার শহিদ আফ্রিদিকে। কিন্তু ক্রিকেট ছেড়ে ওখানে কী করছেন তিনি? এই বিষয়ে রহস্য জিইয়ে রেখেছেন স্বয়ং শাহিদ আফ্রিদিই!
সম্প্রতি ইনস্টাগ্রামে পোস্ট হওয়া একটি ভিডিওতে বিভিন্ন রূপে দেখা যাচ্ছে শহিদ আফ্রিদিকে। কখনও তাকে দেখে মনে হচ্ছে তিনি একজন চিকিত্সক, কখনও বা ট্যাক্সি চালক আবার কখনও তাকে দেখে মনে হচ্ছে কোনও কনস্ট্রাকশন সাইটের কর্মচারী।
ভিডিওটিতে দেখা যাচ্ছে ক্যামেরাও। এছাড়াও সেই পোস্টের নীচের হ্যাশট্যাগ লেখা দেখে মনে করা হচ্ছে যে, এটি কোনও শুটিংয়েরই অংশ। কিন্তু ঠিক কোন বিষয়ে কাজ হচ্ছে, তা নিয়ে খোলসা করে বলা হয়নি কিছুই। রহস্যের গন্ধ জিইয়ে রেখেছেন শহিদ আফ্রিদি নিজেও। এই ভিডিওটির শেষে তাকে বলতে দেখা যাচ্ছে যে, ‘আপনারা নিশ্চয়ই বুঝে উঠতে পারছেন না যে ঠিক কি হচ্ছে কিন্তু সবই আপনাদের সময়মতো জানানো হবে।’
ভিডিও ব্লগ নিয়ে কাজ করা পাকিস্তানি যুবক ওমর খানের সঙ্গেও একটি ছবিতে দেখা যাচ্ছে শাহিদ আফ্রিদিকে। ছবিটি পোস্ট করে ওমর লিখেছেন যে, শহিদের সঙ্গে কাজ করতে পেরে অত্যন্ত উত্তেজিত তিনি।
৩৯৮ টি একদিনের ম্যাচে ৮,০০০ রান করেছেন শহিদ আফ্রিদি। মাঠের মতো ঝড় তিনি এই নতুন পিচেও তুলতে পারেন কিনা, সেটাই এখন দেখার বিষয়।
পিবিএ/জেড