তারেক আহম্মেদ, পিবিএ, চাঁপাইনবাবগঞ্জ : দুনিয়ার শ্রেষ্ঠ গ্রন্থ পবিত্র আল-কোরআন বিতরণের মধ্য দিয়ে উদযাপিত হলো জনপ্রিয় সংবাদ মাধ্যম ‘ম্যাংগো সিটি বিডি’র প্রথম প্রতিষ্ঠা বার্ষিকী। একবছর অতিবাহিত করে দ্বিতীয় বর্ষে পদার্পণ করলো পাঠকপ্রিয় এ সংবাদ মাধ্যমটি।
০৯’মার্চ (শনিবার) বিকেলে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার বিনোদপুরে অবস্থিত ‘ম্যাংগো সিটি ভবন’র দ্বিতীয় তলায় বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ে কেক কেটে প্রতিষ্ঠা বার্ষিকীর প্রথম পর্ব অনুষ্ঠিত হয়। পরে একই ইউনিয়নের লছমানপুর গ্রামের আদি জামে মসজিদে শতাধিক কোরআনের কোমলমতি শিশু শিক্ষার্থীদের মাঝে দিকনির্দেশনা মূলক বক্তব্য রাখেন ‘ম্যাংগো সিটি গ্রুপ’র প্রতিষ্ঠাতা পরিচালক রিপন আলি রকি।
এসময় মসজিদ পরিচালনা কমিটির হাতে আল্লাহুপাকের শ্রেষ্ঠ নিয়ামত/গ্রন্থ চারটি পবিত্র আল-কোরআন তুলে দেন ‘ম্যাংগো সিটি পরিবার’৷ পরিশেষে সকল শিক্ষার্থীদের মাঝে কেক ও মিষ্টি বিতরণ করা হয়।
পরে দেশ ও জাতির উত্তরোত্তর মঙ্গল কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়। এছাড়াও গত কয়েকদিন পূর্বে সড়ক দূর্ঘটনায় নিহত সাংবাদিক এ্যাড. সৈয়দ শাহ-জামাল’র রুহের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া করা হয়।
এদিকে প্রতিষ্ঠা-বার্ষিকীতে নিরন্তর শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন ‘দৈনিক চাঁপাই দর্পণ’র প্রকাশক ও সম্পাদক, চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রেসক্লাব’র সাধারণ সম্পাদক ও চ্যানেল-আই টেলিভিশনের জেলা প্রতিনিধি মোঃ আশরাফুল ইসলাম রঞ্জু সহ চাঁপাই দর্পণ পরিবার। পুরো অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মাওলানা এইচ.এম ইব্রাহিম খলিল। প্রসঙ্গত তরুণ উদীয়মান সংবাদকর্মী ‘রিপন আলি রকি’র প্রকাশনায় ও সম্পাদনায় গতবছর ০৯’মার্চ ২০১৮ সালে আনুষ্ঠানিকভাবে জমকালো আয়োজনের মধ্য দিয়ে যাত্রা শুরু করে সংবাদ মাধ্যমটি।
পথচলায় নানা রকম বাঁধা, বিপত্তি ও সংঘাতকে দাবানলে রুখে দিয়ে সত্য, বস্তুনিষ্ঠ, মানসম্মত সংবাদ পরিবেশন করে আসছে অনলাইন নিউজ পোর্টালটি। খুব অল্প সময়ে পাঠকের মন জয় করে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেছে।
আমের রাজধানী চাঁপাইনবাবগঞ্জ ও রাজশাহী’সহ উত্তর-পশ্চিমাঞ্চলের জনপদগুলোর সর্বস্তরের মানুষের অধিকার আদায়ে বলিষ্ঠ ভূমিকা রেখেছে। পাঠকদের সংবাদের খোরাক মেটাতে দিনরাত পথে-প্রান্তরে অদম্য ছুটে চলছে ‘ম্যাংগো সিটি’। রাজ্যের দুর্গম ও প্রত্যান্ত অঞ্চলের অসহায় মানুষদের জনজীবনের চাহিদা ও অধিকারের গল্পকথা তুলে ধরেছে সমগ্র জাতি ও বিশ্বের দরবারে। মাদক, অস্ত্র, চোরাচালান, কালোবাজারিদের বিরুদ্ধে সাহসীকতার প্রমাণ দেখিয়েছে।
পিবিএ/জেডআই