শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, বাংলাদেশ একটি স্বাধীন সার্বভৌম দেশ। আমাদের সংবিধান ও স্বাধীন নির্বাচন কমিশন আছে। দেশের সংবিধান অনুযায়ী নির্বাচন হবে। কোনো দেশের ভিসানীতির প্রভাব আমাদের নির্বাচনের ওপর পড়বে না।
মঙ্গলবার হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ে শিক্ষা কার্যক্রম ও স্মার্ট অ্যাপ উদ্বোধন উপলক্ষে সুধী সমাবেশে যোগদানের আগে সাংবাদিকের এ কথা বলেন তিনি।
শিক্ষামন্ত্রী বলেন, জনগণের প্রত্যাশা অনুযায়ী আগামী বছরের গোড়াতেই অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ একটি জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে। সরকার আশা করছে, সুষ্ঠু রাজনীতি চর্চার স্বার্থে অন্য রাজনৈতিক দলগুলোও এ নির্বাচনে অংশ নেবে।
তিনি আরো বলেন, এখন সরকারি খাতে উন্নয়ন প্রকল্প প্রস্তাবনা (ডিপিপি) প্রণয়নের কাজ চলছে। এরপর পরিকল্পনা কমিশনের প্রক্রিয়া শেষে প্রকল্পটি জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটিতে (একনেক) তোলা হবে। সেখানে অনুমোদনের পর হবিগঞ্জ শেখ হাসিনা মেডিকেল কলেজ ও কৃষি বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাস স্থাপনের কাজ শুরু হবে।
এ সময় হবিগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট মো. আবু জাহিরসহ প্রশাসনের ঊর্ধতন কর্মকর্তা এবং রাজনৈতিক নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।