পিবিএ ডেস্ক: চীনা পর্যটকদের জন্য নতুন আইন পাস করলো ইরান। নতুন এই আইনে চীনা নাগরিকদের জন্য অবাধ ভ্রমণের নিশ্চয়তা দিল দেশটি। এখন থেকে ভিসা ছাড়াই ইরানে সফর করার সুবিধা পাবেন চীনের নাগরিকরা। খবর রেডিও ফারদা’র।
এ আইন অনুযায়ী, ইরান সফরের ক্ষেত্রে চীনা পর্যটকদেরকে ভিসা সংক্রান্ত কোনও আনুষ্ঠানিকতার প্রয়োজন হবে না। শনিবার ইরানের প্রেসিডেন্টের দফতরের জনসংযোগ কার্যালয় এক প্রতিবেদনে এ তথ্য জানায়।
এর আগে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় এবং সংস্কৃতি ঐতিহ্য, হস্তশিল্প ও পর্যটন সংস্থাগুলোর পক্ষ থেকে সরকারকে এ বিষয়ে পরামর্শ দেওয়া হয়েছিল। সরকার বিষয়টি বিবেচনায় নিয়েছে। ভিসামুক্ত সুবিধা দেওয়ার পর ধারণা করা হচ্ছে- ইরানে চীনা ব্যবসায়ী ও পর্যটকের সংখ্যা অনেক বেড়ে যাবে।
অবশ্য অনেক বিশ্লেষক বলছেন, ইরান এবং চীন এ দুটি দেশের সঙ্গে উত্তেজনা চলছে যুক্তরাষ্ট্রের। এ কারণেই হয়তো চীনের সঙ্গে সম্পর্কের দৃঢ়তা বোঝাতে এই উদ্যোগ নিয়েছে ইরান সরকার।
পিবিএ/বাখ