ভুটানে সরকারি চাকরিতে শিক্ষক ও চিকিৎসকদের সর্বোচ্চ বেতন নির্ধারণ

পিবিএ ডেস্ক: ভুটানে সরকারি চাকরিতে শিক্ষক, চিকিৎসক, নার্স এবং মেডিকেল কর্মকর্তারা পাবেন সর্বোচ্চ বেতন। দেশটির সরকারি চাকরির নতুন বেতন কাঠামো অনুসারে উপরোক্ত পেশাজীবিদের জন্য এই সর্বোচ্চ বেতন নির্ধারণ করা হয়। দেশটির অনলাইন গণমাধ্যম ‘দ্য ভুটানিজ’ এই তথ্য জানিয়েছে।

ইন্ডিয়ান এক্সপ্রেসের খবর অনুসারে গত ৫ জুন এই সিদ্ধান্ত নেয় দেশটির মন্ত্রী সভা।

এই সিদ্ধান্তকে বড় ধরণের কৌশলগত পরিবর্তন বলছে দ্য ভুটানিজ।

ভুটানে সরকারি চিকিৎসকের সংখ্যা ৮ হাজার ৬৭৯ জন। আর চিকিৎসক ও মেডিকেল কর্মীর সংখ্যা প্রায় ৪ হাজার।

দেশটির প্রধানমন্ত্রী লোএট শেরিংও এজন চিকিৎসক।

নির্বাচিত হওয়ার আগে সরকারি হাসপাতালে ইউরোলজিস্ট-এর কাজ করতেন বাংলাদেশের ময়মনসিংহ মেডিকেল কলেজের এ সাবেক ছাত্র।

ভুটানের প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে দেয়া এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘নতুন বেতন কাঠামোর এই সরকারি পরিকল্পনা বাস্তবায়িত হলে শিক্ষকরাই হবেন দেশের সর্বোচ্চ বেতন পাওয়া মানুষ।’

দ্য ভুটানিজ বলছে, দেশটির শিক্ষক আর চিকিৎসকদের প্রচুর কাজের পাশাপাশি ভীষণ চাপের ভেতর দিয়ে যেতে হয়। তাই এই বাড়তি অর্থ তাদের প্রাপ্য।

পিবিএ/এএইচ

আরও পড়ুন...