পিবিএ,ডেস্ক: চলতি ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) নিজেদের সাত নম্বর ম্যাচে এসে প্রথম জয়ের মুখ দেখেছে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর। শনিবার মোহালিতে কিংস ইলেভেন পাঞ্জাবকে তারা ৮ উইকেটে পরাজিত করে। কিন্তু ওই ম্যাচেই আইপিএলের আচরণবিধি ভেঙে বোর্ডের শাস্তির মুখে পড়েছেন কোহলি।পাঞ্জাবের বিরুদ্ধে নির্ধারিত সময়ে কোটার ২০ ওভার পূর্ণ করতে পারেনি ব্যাঙ্গালোর। ফলে স্লো ওভার রেটের শাস্তি হিসাবে জরিমানা করা হয়েছে ক্যাপ্টেন কোহলিকে।
যেহেতু চলতি আইপিএলে এটি তাদের প্রথম স্লো ওভার রেটের ঘটনা, তাই আইপিএলের কোড অব কন্ডাক্ট অনুযায়ী বিরাটকে ১২ লক্ষ ভারতীয় রুপি জরিমানা ধার্য করেছে বিসিসিআই। কোহলিরা যদি দ্বিতীয়বার স্লো ওভার রেটের ঘটনায় জড়িয়ে পড়ে তবে ক্যাপ্টেনের ২৪ লক্ষ রুপি এবং দলের প্রত্যেকের ম্যাচ ফি’র ২৫ শতাংশ করে কেটে নেয়া হবে। তৃতীয়বার একই অপরাধের জন্য ক্যাপ্টেনকে ৩০ লক্ষ রুপি জরিমানা দিতে হবে এবং এক ম্যাচে নির্বাসিত হতে হবে।
পিবিএ/আরআই