ভুলে গিয়েছিলাম মুশফিকুরের উচ্চতা কম’ ডিআরএস নিয়ে অদ্ভুত যুক্তি রোহিতের !

পিবিএ ডেস্ক: টি টোয়েন্টি ফর্ম্যাটে ভারতের বিরুদ্ধে প্রথম জয় ছিনিয়ে নিতে সফল বাংলাদেশ ৷ ম্যাচে রোহিত ব্রিগেডের পারফরম্যান্সে হতাশই হতে হয়েছে প্রচণ্ড দূষণকে উপেক্ষা করে মাঠে খেলা দেখতে আসা দর্শকদের ৷ এ দিন ডিআরএসও-ও একেবারেই ঠিকঠাক নিতে পারেনি ভারত ৷

যেখানে বল ব্যাটে লাগেনি সেখানে ডিআরএস নেন রোহিত ৷ আর যেখানে নেওয়া উচিৎ ছিল সেখানে নেননি তিনি ৷ তিন তিনবার ভুল ডিআরএসের সিদ্ধান্তে স্বভাবতই অস্বস্তিতে ভারত অধিনায়ক ৷ তিনটি ক্ষেত্রেই ব্যাটসম্যান ছিলেন মুশফিকুর রহিম ৷ যাঁর ব্যাটে ভর করেই টি টোয়েন্টিতে প্রথমবার ভারতকে হারাতে সফল বাংলাদেশ ৷ অথচ চাহালের বলে নিশ্চিত এলবিডব্লিউ ছিলেন তিনি ৷ ডিআরএসের সিদ্ধান্ত ঠিকঠাক না নেওয়া নিয়ে ম্যাচ শেষে অদ্ভূত যুক্তিও দিয়েছেন রোহিত ৷ তিনি বলেন, ‘‘ আমাদের ভুল হয়ে গিয়েছে DRS-র ক্ষেত্রে। কিন্তু এ সব ভুল থেকেই আমাদের শিখতে হবে। প্রথম বলটা মুশফিকুর ব্যাকফুটে খেলেছিল। আমরা ভেবেছিলাম বল লেগস্টাম্পের বাইরে যাচ্ছে। পরের বলটা ফ্রন্টফুটে খেলে পায়ে লাগায়। কিন্তু আমরা ভুলে গিয়েছিলাম যে, মুশফিকুরের উচ্চতা খুবই কম।

পিবিএ/এএম

আরও পড়ুন...