ইয়াবা দিয়ে ফাঁসাতে গিয়ে ফেঁসে গেল ভুয়া ডিবি পুলিশ

পিবিএ,নাটোর: নাটোরে পর্যটকদের ব্যাগে ইয়াবা ঢুকিয়ে ফাঁসাতে গিয়ে শাহিন হোসেন (৪০) নামের এক ক্যাডারকে আটক করেছে পুলিশে সোপর্দ করেছে পর্যটকরা।
আজ শুক্রবার সকাল ১১টার দিকে দিঘাপতিয়া উত্তরা গণভবনের সামনে এ ঘটনা ঘটে। শহরের ফুলবাগান এলাকার মৃত গোলাম হোসেনের ছেলে আটক শাহিন। এই ঘটনায় নাটোর সদর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।
শহরে উলুপুর এলাকায় সাধারণ মানুষদের ইয়াবা দিয়ে ফাঁসানো, টাকা ছিনতাই, সড়ক ডাকাতিসহ বিভিন্ন অপকর্মের সাথে জড়িত শহিন। সে ৫ জানোয়ারীর জামাত-বিএনপির আন্দোলনের সময় অরাজকতা সৃষ্টির মামলার আসামী। এছাড়া তার নামে সড়ক ডাকাতি, হত্যা, মাদকসহ বিভিন্ন মামলা রয়েছে।
ভুক্তভোগী দলের প্রধান ইমতিয়াজ জামিল দীপন জানান, শুক্রবার বেলা ১১ টার দিকে সাতটি মোটর সাইকেল যোগে তারা ১৪ জনের একটি স্বেচ্ছাসেবী দল পাটুল মিনি কক্সবাজার এলাকায় ভ্রমণ এবং করোনা ভাইরাস সম্পর্কে সচেতন করার উদ্দেশ্যে মাস্ক বিতরণ করতে যাচ্ছিলেন। পথে উত্তরা গণভবনের সামনে পৌঁছালে এক যুবক মোটরসাইকেল যোগে এসে তাদের গতিপথ রোধ করে। এসময় নিজেকে ডিবি পুলিশের পরিচয় দিয়ে তাদের ব্যাগ তল্লাসী নামে ইয়াবা ট্যাবলেট দিয়ে ফাঁসাতে গিয়ে নিজেই ধরা পড়ে ভূয়া ডিবি বলে। পরে স্থানীয় লোকের সাহায়্য শাহিন কে পুলিশে দেয়। পরে তার বিরুদ্ধে মাদক দিয়ে ফাঁসানোর চেষ্টার অভিযোগে থানায় একটি মামলা দায়ের করা হয়।

পিবিএ/মোঃ রাশেদুল ইসলাম/এসডি

আরও পড়ুন...