ভূঞাপুরে দুই ইভটিজারকে অর্থদণ্ড

পিবিএ,টাঙ্গাইল: টাঙ্গাইলের ভূঞাপুরে স্কুলের ছাত্রীদের ইভটিজিং করার দায়ে দুই বখাটেকে অর্থদণ্ড অনাদায়ে বিনাশ্রম কারাদন্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত। শনিবার দুপুরে ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আসলাম হোসেন। দণ্ডপ্রাপ্তরা হলেন, ঠাকুরগাঁও জেলার মুলানফরি গ্রামের জবিরুল ইসলামের ছেলে রাসেল পারভেজ (২৩) ও একই জেলার তালেশ্বরগাঁও গ্রামের মোজারুল ইসলামের ছেলে রাশেদ হাসান (২২)।

টাঙ্গাইলের ভূঞাপুরে স্কুলের ছাত্রীদের ইভটিজিং করার দায়ে দুই বখাটেকে অর্থদণ্ড অনাদায়ে বিনাশ্রম কারাদন্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত।
প্রতীকী ছবি

জানা গেছে, উপজেলার ফলদা ইউনিয়নের ফলদা চরপাড়া-পূর্বপাড়া রাস্তা সংলগ্ন লাল মিয়ার পোল্ট্রি খামারে শ্রমিকের কাজ করতো রাসেল ও রাশেদ। ওই রাস্তা দিয়ে শরিফুন্নেছা বালিকা উচ্চ বিদ্যালয়ের ছাত্রীরা স্কুলে যাতায়াত করতো। এসময় রাসেল ও রাশেদ মিলে ছাত্রীদের ইভটিজিং করতো। এতে ছাত্রীদের অভিভাবকরা খামারের মালিক লাল মিয়াকে ইভটিজিংয়ের বিষয়টি অবহিত করলেও সে কোন ব্যবস্থা গ্রহণ করেনি। পরে পুলিশ ছাত্রীদের ইভটিজিংয়ের ঘটনায় রাসেল ও রাশেদকে আটক করে ভ্রাম্যমান আদালতে উপস্থিত করে। পরে আদালত তাদের বিভিন্ন অঙ্কে অর্থদণ্ড অনাদায়ে বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন।

উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আসলাম হোসেন বলেন, দণ্ডিত ওই দুই যুবক স্কুলের ছাত্রীদের ইভটিজিং করতো। এঘটনায় রাসেলকে ১৫ হাজার টাকা অর্থদণ্ড অনাদায়ে ৭দিনের বিনাশ্রম কারাদন্ড ও রাশেদকে ১০ হাজার টাকা অর্থদন্ড অনাদায়ে ৭দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে।

পিবিএ/টিএ/আরআই

আরও পড়ুন...