পিবিএ, ভূঞাপুর: টাঙ্গাইলের ভূঞাপুরে যথাযোগ্য মর্যাদায় স্বাধীনতার মহান স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫তম শাহাদত বার্ষিকী এবং জাতীয় শোক দিবস পালিত হয়েছে।
শনিবার (১৫ আগস্ট) প্রত্যুষে জাতীয় পতাকা অর্ধনর্মিত ভাবে উত্তোলনের মধ্য দিয়ে শুরু হয় দিবসের কর্মসূচী। সকাল ১০ ঘটিকায়
উপজেলা পরিষদ চত্বরে নবনির্মিত বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন টাঙ্গাইল-২ আসনের সংসদ সদস্য ছোট মনির, উপজেলা
চেয়ারম্যান আব্দুল হালিম এডভোকেট, উপজেলা নির্বাহী অফিসার মোছা. নাসরীন পারভীন,সহকারি কমিশনার(ভূমি) মো.আসলাম হোসাইন,উপজেলা ভাইস চেয়ারম্যান মনিরুল ইসলাম বাবু,মহিলা ভাইস চেয়ারম্যান আলিফ নূর মিনি,থানা অফিসার ইনচার্জ মো. রাশিদুল ইসলাম।এ ছাড়া উপজেলা আওয়ামীলীগ ও উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ পৃথক ভাবে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন। পরে উপজেলা পরিষদ অডিটরিয়ামে বঙ্গবন্ধুর জীবনী ও কর্মের উপর এক আলোচনা সভা ও শোক দিবস উপলক্ষে শিশুদের রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।বাদ যোহর উপজেলা জামে মসজিদে প্রশাসনের পক্ষথেকে এবং বাসস্ট্যান্ড জামে মসজিদে উপজেলা কৃষক লীগের পক্ষথেকে বঙ্গবন্ধু ও তাঁর পরিবারের সদস্যদের আত্মার মাগফেরাত
কামনা করে বিশেষ দোয়ার আয়োজন করা হয়।
পিবিএ/সৈয়দ সরোয়ার সাদী/এসডি