ভূঞাপুর উপজেলার অধিকাংশ চরাঞ্চল হওয়ায় চরে বসবাসকারীদের জীবিকা নির্বাহে একমাত্র সম্বল নদী ও চরের আবাদী ভূমি। নদীতে মাছ ধরে এবং চরে চাষাবাদ ও চর থেকে ঘাস সংগ্রহ করে বাজারে বিক্রি করে চলে অনেকের সংসার। তাই বর্ষা এলে এলাকায় নৌকার কদর আরো বেড়ে যায়। হাট থেকে নৌকা কিনে ভ্যানে করে বাড়ি ফিরছে কৃষক। ছবিটি শনিবার টাঙ্গাইল ভূঞাপুর পৌরসভার শহীদ জিয়া মহিলা কলেজের সামনে থেকে তোলা। শনিবার, ০৩ আগস্ট। ছবি: পিবিএ /সৈয়দ সরোয়ার সাদী রাজু