ভূট্টাক্ষেতে মিলল জীবিত নবজাতক

পিবিএ,ঠাকুরগাঁও প্রতিনিধি: ঠাকুরগাঁওয়ে ভূট্টাক্ষেত থেকে এক জীবিত নবজাতক কন্যা শিশুকে উদ্ধার করা হয়েছে।

সোমবার (২৪ মার্চ) সকালে সদর উপজেলার জামালপুর ইউনিয়নের পূর্ব মহেশালী গ্রাম থেকে শিশুটি উদ্ধার করা হয়।

স্থানীয়রা জানায়, ভূট্টাক্ষেতের পাশের ক্ষেতে কাজ করার সময় শিশুর কান্নার শব্দ শুনতে পেলে এগিয়ে এসে ভুট্টাখেতে নবজাতকটিকে দেখতে পাওয়া যায়। এ খবর ছড়িয়ে পড়লে স্থানীয় লোকজন জড়ো হন এবং বিষয়টি প্রশাসনকে জানানোর পরপরই ঘটনাস্থলে ছুটে আসেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা খাইরুল ইসলাম।

স্থানীয়রা ধারণা করছেন, ভূমিষ্ঠ হওয়ার কয়েক ঘণ্টার মধ্যেই শিশুটিকে ফেলে দেওয়া হয়েছে। তবে কে বা কারা শিশুটিকে ফেলে গেছে, সে বিষয়ে এখনো নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি।

ঠাকুরগাঁও সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা খাইরুল ইসলাম বলেন, শিশুটি সম্পূর্ণ সুস্থ আছে। তাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া অনুসরণ করে ব্যবস্থা নেওয়া হবে।

আরও পড়ুন...