পিবিএ,ডেস্ক: ভূমধ্যসাগরে দুটি জাহাজডুবির ঘটনায় ১৭০ জনের মৃত্যু হয়েছে বলে জানা গেছে। তারা সবাই শরণার্থী ছিলেন। জাতিসংঘের শরণার্থীবিষয়ক সংস্থা ইউএনএইচসিআর এর কাছ থেকে এ তথ্য জানা যায়।
ইউএনএইচসিআর ছাড়াও ইতালিয়ান নৌবাহিনী লিবিয়া উপকূলে ১১৭ যাত্রীবাহী একটি জাহাজডুবে যাওয়ার খবর নিশ্চিত করেছে।
ইউএনএইচসিআরের মুখপাত্র ফ্লাবিও ডি গিয়াসোমো বলেন, জীবিত উদ্ধার করা তিন শরণার্থী জানিয়েছেন- লিবিয়ার উদ্দেশে যাত্রা করা তাদের রাবারের নৌকাটিতে ১২০ যাত্রী ছিলেন।
অপর শরণার্থীবোঝাই জাহাজটি ডুবেছে ভূমধ্যসাগরের পশ্চিমে আল বোরান সাগরে। সেখানে কমপক্ষে ৫৩ শরণার্থীর মৃত্যু হয়েছে বলে একটি বেসরকারি সংস্থা জানিয়েছে।
এ ঘটনার পর ইউএনএইচসিআরের হাইকমিশনার ফিলিপ্পো গ্রান্ডি এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলেন, ‘ইউরোপ যাওয়ার পথে গত বছর সর্বোচ্চসংখ্যক মানুষের মৃত্যু হয়েছে।
পিবিএ/এফএস