ভূমধ্যসাগরে বাংলাদেশী নিহতের ঘটনায় জড়িত পাচার চক্রের ৩ সদস্য গ্রেফতার

 

প্রতারক
র‌্যাবের হাতে গ্রেফতারকৃত প্রতারক চক্রের তিন সদস্য ।ছবি:পিবিএ

পিবিএ,ঢাকা: ভূমধ্যসাগরের তিউনেশিয়া উপকূলে নৌকা ডুবিতে বাংলাদেশী নিহতের ঘটনায় জড়িত প্রতারক চক্রের ৩ সদস্যকে রাজধানীর বিভিন্ন এলাকা থেকে গ্রেফতার করেছে র‌্যাব।
র‌্যাব সদস্যরা গোয়েন্দা তথ্যের ভিত্তিতে তাদের গ্রেফতার করতে সক্ষম হয়।গত ০৯ মে ২০১৯ অবৈধভাবে ইউরোপে যাওয়ার সময় ভূমধ্যসাগরের তিউনেশিয়া উপকূলে নৌকা ডুবিতে ৯০জনের মৃত্যু ঘটে । এরমধ্য ৩৯ জন বাংলাদেশীর মর্মান্তিক মৃত্যু ঘটে । এছাড়া বিভিন্ন দেশের ৪৬ জন শ্রমিক এখনও নিখোঁজ রয়েছে।

বাংলাদেশী শ্রমিকদের সুনাম ও চাহিদার প্রেক্ষিতে বিপুল পরিমাণ জনশক্তি বিদেশে রপ্তানী হচ্ছে। তাদের কষ্টার্জিত আয় আমাদের অর্থনীতিতে এক গুরুত্বপূর্ণ অবদান রাখছে। এ সুযোগে বাংলাদেশের এক শ্রেনীর অসাধু দালাল চক্র স্বল্প আয়ের মানুষদের প্রলোভন দেখিয়ে আন্তর্জাতিক চক্রের যোগসাজসে বিদেশে অবৈধভাবে প্রেরণ করছে। এ ধরনের প্রতারনার শিকার সাধারণ নিরীহ জনগণ পৃথিবীর বিভিন্ন দেশে মানবেতর জীবন যাপন করছে। এদের অনেকেই ঝুঁকিপূর্ণ পথে বিদেশ গমনের পূর্বেই মৃত্যুমুখে পতিত হচ্ছে।

এ ধরনের গর্হিত অপরাধের সাথে জড়িতদের আইনের আওতায় এনে তাদের মূল উৎপাটনের লক্ষ্যে র‌্যাব সর্বদা সক্রিয় ভূমিকা পালন করে আসছে। এ পর্যন্ত র‌্যাব ২০৯ টি অভিযান পরিচালনা করে ৬০৯ জন গ্রেফতার এবং ৭০৪ জন পুরুষ ও ১১০ জন নারীসহ সর্বমোট ৮১৪ জন ভিকটিমকে উদ্ধার করেছে।

বিভিন্ন সূত্রে জানা যায়, সাম্প্রতিক সময়ে অবৈধভাবে ইউরোপে যাওয়ার ক্ষেত্রে ভূমধ্যসাগরের নৌ পথ ব্যবহৃত হয়ে আসছে। বিভিন্ন সিন্ডিকেট এই অবৈধ যাওয়া আশার কাজের সাথে যুক্ত রয়েছে। এই ঝুঁকিপূর্ণ পথে মাঝে মধ্যেই দূর্ঘটনা ও প্রাণহানীর ঘটনা ঘটছে। গত ০৯ মে ২০১৯ অবৈধভাবে ইউরোপে গমনকালে ভূমধ্যসাগরের তিউনেশিয়া উপকূলে নৌকা ডুবিতে প্রায় ৯০ জন নিহত হয়। এদের মধ্যে বাংলাদেশী ছিল ৩৯ জন।

এছাড়া বিভিন্ন দেশের ৪৬ জন শ্রমিক এখনও নিখোঁজ রয়েছে। মিশরসহ অন্যান্য দেশের নাগরিকও রয়েছে। এঘটনায় শরীয়তপুরের নড়িয়া ও সিলেটের বিশ্বনাথ থানায় ২টি মামলা দায়ের হয়।

১৭ মে ২০১৯ ভোর ৩ টা হতে সকাল ৬ টা পর্যন্ত র‌্যাব-১ এর আভিযানিক দল আব্দুল্লাপুর, খিলক্ষেত ও বিমানবন্দর এলাকা থেকে মোঃ আক্কাস মাতুব্বর (৩৯), জেলাঃ শরিয়তপুর, এনামুল হক তালুকদার (৪৬), জেলাঃ সিলেট এবং মোঃ আব্দুর রাজ্জাক ভূইয়াকে (৩৪) জেলাঃ বি-বাডিয়া গ্রেফতার করে।

১৭ মে ২০১৯ ভোরে গ্রেফতারকৃতদের জিজ্ঞাসাবাদে জানা যায়, তারা মিথ্যা আশ্বাস দিয়ে বিদেশে কর্মসংস্থানের প্রলোভন দেখিয়ে দীর্ঘদিন যাবত সাধারণ মানুষের সাথে প্রতারণা করে আসছে । প্রতারক চক্র ইউরোপ গমনের ক্ষেত্রে ৭-৮ লক্ষ টাকার অধিক অর্থ নিয়ে থাকে।

ভূমধ্যসাগরের নৌকা ডুবির ঘটনায় নিখোঁজ ও নিহত বাংলাদেশীরা বৃহত্তর সিলেট, মাদারীপুর, শরীয়তপুর, কিশোরগঞ্জ ও নোয়াখালীর বাসিন্দা বলে জানা যায়। তারা বেশ কয়েকটি চক্রের মাধ্যমে অবৈধপথে ইউরোপে গমনাগমনের জন্য প্রতারনার শিকার হয়েছে।
পিবিএ/এইচটি

আরও পড়ুন...