ভূরুঙ্গামারীতে আশ্রয়ন প্রকল্পের ঘর দেয়ার নামে প্রতারণা

পিবিএ,ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম): কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে আশ্রয়ন প্রকল্পের ঘর পাইয়ে দেয়ার নামে অর্থ হাতিয়ে নেয়ার অভিযোগ উঠেছে এক দম্পতির বিরুদ্ধে। অভিযুক্ত দম্পতি হলেন উপজেলার বাগভান্ডার গ্রামের মৃত বাবুর আলীর পুত্র গোলাম মোস্তফা ও তার স্ত্রী মিনা বেগম। এ বিষয়ে থানায় অভিযোগ করেছেন ভূক্তভোগীরা।

ভুক্তভোগীদের পক্ষে দায়ের করা আব্দুল করিমের অভিযোগ সূত্রে জানা যায়, গোলাম মোস্তফা ও মিনা বেগম আশ্রয়ন প্রকল্পের ঘর পাইয়ে দেয়ার কথা বলে বিভিন্ন জনের কাছ ২৫ হাজার টাকা হাতিয়ে নেয়। এছাড়া গ্রামের সহজ সরল দরিদ্র ৬০ ব্যক্তিকে নিয়ে সমিতি গঠন করে গরু-ছাগল পাইয়ে দেয়ার কথা বলে প্রত্যেকের কাছ থেকে ২শ’ করে মোট ১২ হাজার টাকা নেন। দীর্ঘ সময় অতিবাহিত হওয়ার পরও ভুক্তভোগীরা ঘর কিংবা গরু-ছাগল না পেয়ে ওই দম্পতির বাড়ীতে গেলে তারা টাকার বিষয়টি গোপন রাখতে বলে। অর্থ লেনদেনের বিষয়টি প্রকাশ করলে মামলা, হামলা ও শারীরিকভাবে লাঞ্ছিত করার হুমকি দেয়।

এলাকাবাসী জানায়, ‘গোলাম মোস্তফা ও মিনা দম্পতির অসামাজিক কাজে অতিষ্ট হয়ে তাদেরকে বাড়ী থেকে বের করে দিয়েছে তাদের পরিবার। তারা দেহ ব্যবসা সহ নানা রকম অনৈতিক কাজে জড়িত। তাদের প্রতারণার ফাঁদে পা দিয়ে ইতিপূর্বে বহু মানুষ হয়রানী শিকার হয়েছে। এলাকার সুধিজন ওই দম্পতিকে অন্যায় কাজ করা থেকে বিরত থাকার পরার্মশ দিলে উল্টো তাদেরকে ফাঁসিয়ে দেয়ার হুমকি দিতো তারা।, এমতাবস্থায় চলমান প্রতারণার জন্য ভুক্তভোগীদের আইনের আশ্রয় নেয়ার পরামর্শ দেন সুধিজনেরা। অভিযুক্ত দম্পতির বক্তব্য পাওয়া যায়নি।

ভূরুঙ্গামারী থানার ওসি মুহাঃ আতিয়ার রহমানর অভিযোগ প্রাপ্তির কথা স্বীকার করে বলেন, ‘এটি একটি স্পর্শ কাতর বিষয়, আর্থিক লেনদেনের কোন ডকুমেন্ট না থাকায় তদন্তে অসুবিধা হওয়া সত্ত্বেও সত্য উদঘাটনের প্রচেষ্টা অব্যহত রয়েছে। তদন্তে অভিযোগ সত্য প্রমাণিত হলে অবশ্যই তাদেরকে আইনের আওতায় আনা হবে।’

পিবিএ/শামসুজ্জোহা সুজন/এসডি

আরও পড়ুন...