পিবিএ,ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম): কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে গত দুই দিন যাবত নদের জলে ভাসছে এক হতভাগা নবজাতকের মরদেহ।
গত সোমবার দুপুরে উপজেলার জয়মনিরহাট ইউনিয়নের লাল ব্রীজ এলাকার ফুলকুমার নদে নবজাতকের মরদেহ ভেসে থাকতে দেখতে পায় এলাকাবাসী। বিষয়টি তারা ইউপি চেয়ারম্যানকে অবহিত করে।
মঙ্গলবার জয়মনিরহাট ক্লাব নামক এলাকার বাসিন্দারা জানায়, নদের জলে ভাসতে থাকা নবজাতকের মরদেহ তাঁরা জয়মনিরহাট ক্লাবের পশ্চিম দিয়ে বয়ে যাওয়া ফুলকুমার নদের তীরে একটি কলাগাছের ভেলার সাথে আটকে থাকতে দেখেছেন। নদের জলে ভেসে বেড়ানো মরদেহটি ছেলে শিশুর। এলাকাবাসীর ধারণা অবৈধ শারীরিক সম্পর্কের জেরেই হয়তো শিশুটি জন্ম নিয়েছে। শিশুটি দুই তিন দিন আগে ভূমিষ্ট হয়ে থাকতে পারে।
জয়মনিরহাট ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হাফিজুর রহমান জানান, তিনি বিষয়টি ভূরুঙ্গামারী থানাকে অবহিত করেছেন।
ভূরুঙ্গামারী থানার ওসি মুহাঃ আতিয়ার রহমান জানান, খোঁজ নেয়ার জন্য ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।
পিবিএ/শামসুজ্জোহা সুজন/এসডি