পিবিএ,ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম): কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে পুকুরে ডিগবাজী দিতে গিয়ে এক কিশোরের মৃত্যু হয়েছে। কিশোরের নাম ইয়াকুব আলী (১৭)। সে উপজেলার বলদিয়া ইউনিয়নের ছনবান্ধা খলিশাকুড়ি গ্রামের আবু বক্করের ছেলে।
স্থানীয়রা জানায়, শনিবার দুপুরের দিকে ইয়াকুব তার বন্ধু-বান্ধব সহ বাড়ির পাশে পুকুরে গোসল করতে যায় এবং বন্ধুরাসহ পুকুরের পাড় থেকে পানিতে ডিগবাজী দিচ্ছিল। ডিগবাজী দেয়ার এক পর্যায়ে ইয়াকুব ভারসাম্য হারিয়ে অগভীর পানিতে পড়ে যায়। এতে পুকুরের তলদেশের মাটির সাথে তাঁর মাথা ধাক্কা খেলে সে ঘাড়ে মারাত্মক ভাবে আঘাত পায়। ওই দিন তাঁকে বাড়িতেই প্রাথমিক চিকিৎসা দেয়া হয়। অবস্থার অবনতি দেখে পরের দিন তাঁকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে চিকিৎসকরা ঢাকায় নেয়ার পরামর্শ দেন। ঢাকায় নেয়ার প্রস্তুতিকালে রোবরার রাত দশটার দিকে ইয়াকুব মারা যায়।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ আবু সাজ্জাদ মোহাম্মদ সায়েম জানান, শক্ত তলদেশের সাথে মাথা সজোরে ধাক্কা খেলে ঘাড়ের কশেরুকা আঘাত প্রাপ্ত হয়ে অথবা স্থানচ্যুত হয়ে যদি স্পাইনাল কর্ড মারাত্মক ভাবে ক্ষতিগ্রস্ত হয় তবে মানুষের মৃত্যু হতে পারে। তিনি শিশু-কিশোরদের ডিগবাজী দেয়ার মতো ঝুঁকি পূর্ণ খেলাধূলা থেকে বিরত থাকার আহ্বান জানান।
পি্বিএ/শামসুজ্জোহা সুজন/এসডি