পিবিএ ডেস্ক: শেষ তিন যুব বিশ্বকাপের ফাইনাল খেলেছে ক্রিকেটে অন্যতম পরাশক্তি ভারত। এর আগে শিরোপা জিতেছে চারবার। কিন্তু দক্ষিণ আফ্রিকায় ফাইনালে উঠেও শেষ পর্যন্ত শিরোপা হাতে ওঠেনি প্রায়াম গার্গদের হাতে। তবে ভারতের তরুণ বাঁ-হাতি ওপেনার যশস্বী জয়সাওয়াল খেলেছেন দুর্দান্ত। ছয় ম্যাচে চার ফিফটি এবং এক সেঞ্চুরিতে তিনি ৪০০ রান করেছেন।
আসর শেষে তাই টুর্নামেন্ট সেরার পুরস্কার উঠেছে ভারতীয় যুবা জয়সাওয়ালের হাতে। কিন্তু চ্যাম্পিয়ন হতে না পারায় টুর্নামেন্ট সেরার ট্রফিটা বিশেষ যত্নে রাখেননি তিনি। সংবাদ মাধ্যম ক্রিকট্রেকারের প্রতিবেদন অনুযায়ী, জয়সাওয়ালের টুর্নামেন্ট সেরার ট্রফিটা ভেঙে গেছে। তবে ভারতের এই প্রতিভার কাছে ওই ট্রফি ভেঙে যাওয়ার কোন আক্ষেপ নেই।
তার কোচ জাওলা সিং সংবাদ মাধ্যমকে বলেছেন, জয়সাওয়াল ট্রফি নিয়ে মাথা ঘামায় না। তার সব মনোযোগ রান নিয়ে। ফাইনালে ওভাবে আউট হয়ে যাওয়ায় তার মন খারপা। তিনি বলেন, ‘এটা প্রথমবার নয়। রান নিয়েই সে বেশি চিন্তা করে। ট্রফি নিয়ে তার অতো মাথা ব্যথা নেই।
জয়সাওয়াল জাপানের বিপক্ষে ৪৬ রানের লক্ষ্যে নেমে ২৯ রান করেন। বাকি পাঁচ ম্যাচেই ফিফটি ছাড়ানো রান করেছেন তিনি। বাংলাদেশের বিপক্ষে ফাইনালে খেলেছেন ৮৮ রানের ইনিংস। পাকিস্তানের বিপক্ষে সেমিতে খেলেছেন ১০৫ রানের হার না মানা ইনিংস। এছাড়া ৬২, ৫৯ ও হার না মানা ৫৭ রানের ইনিংস বেরিয়েছে তার ব্যাট থেকে।
জয়সাওয়াল ফাইনালের ইনিংস নিয়ে বলেন, ‘খারাপ শট খেলেছি। ওই সময় ওমন শট খেলা উচিত হয়নি। যেমন আশা করেছিলাম তার চেয়ে জোরে এসেছিল বলটা। তার আগের বলটায়ও গতি ছিল কম।’ ফাইনাল হারা নিয়ে তার এখন আর আক্ষেপ নেই বলেও জানান এই ক্রিকেটার।
পিবিএ/বিএইচ