পিবিএ,গুরুদাসপুর (নাটোর): নাটোরের গুরুদাসপুরে তিনটি ভেজাল গুড়ের কারখানায় র্যাব অভিযান চালিয়েছে। পরে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে তিনটি কারখানার মালিকের কাছ থেকে ৯ লাখ টাকা জরিমানা আদায় করা হয়েছে।
এ সময় ওই কারখানা থেকে ৩১৯ বস্তা চিনি উদ্ধার করা হয়। পরে কারখানা থেকে বিপুল পরিমান ভেজাল গুড় জব্দ করে তা নদীতে ফেলে ধ্বংস করা হয়। গুরুদাসপুর উপজেলার চাঁচকৈড় বাজারে গতরাত ব্যাপী এই অভিযান চালানো হয়।
ভ্রাম্যমান আদালতের বিচারক গুরুদাসপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মিজানুর রহমান ও র্যাব ৫, সিপিসি ২ এর কোম্পানী কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার রাজিবুল আহসান জানান, কাপড়ে দেওয়া রং, চিনি ও বিভিন্ন কেমিক্যাল মিশিয়ে ভেজাল গুড় তৈরী করে এমন গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার চাঁচকৈড় বাজারের সুজন সোনার, মোক্তার শাহ ও আল আমিনের গুড়ের কারখানায় অভিযান চালায় র্যাব সদস্যরা।
অভিযানকালে ওই তিনটি কারখানা থেকে ৩১৯ বস্তা চিনি উদ্ধার ও বিপুল পরিমান ভেজাল গুড় জব্দ করা করা হয়। পরে কারখানা মালিকদের ভ্রাম্যমান আদালতের সামনে হাজির করা হলে আদালতের বিচারক তাদের প্রত্যেককে তিন লাখ টাকা করে জরিমানা আদায় করেন। পরে উদ্ধারকৃত চিনিগুলো এলাকার এতিম খানা ও মাদ্রাসায় দান করার সিদ্ধান্ত এবং জব্দ করা ভেজাল গুড়গুলো নদীতে ফেলে তা ধ্বংস করা হয়।
পিবিএ/এনএইচএন/আরআই