পিবিএ ডেস্ক: ভেনিজুয়েলায় আবারো বিদ্যুৎ বিভ্রাটের ঘটনা ঘটেছে। ফলে দেশটির ৩০ টি রাজ্য অন্ধকারে ডুবে গেছে। ভেনেজুয়েলার অর্থমন্ত্রী জর্জ রোড্রিকসন, দাবি করেছেন খুব দ্রুত বিদ্যুতের মেরামতের কাজ শেষ হবে। ভেনেজুয়েলায় প্রায়ই বিদ্যুৎ বিভ্রাটের ঘটনা ঘটছে । ২০১৮ সাল থেকেই দেশটিতে রাজনৈতিক সংকট দেখা দিয়েছে। এর ফলে দেশটিতে অর্থনৈতিক সংকট দেখা দিয়েছে । গত মার্চ মাস থেকেই দেশটি ব্ল্যাকআউটের ঘটনা ঘটছে। গত এপ্রিল মাসে এর আগে ব্ল্যাক আউট এর ফলে ভেনেজুয়েলায় ব্যাপক দাঙ্গার সৃষ্টি হয়েছিল। সূত্র: বিবিসি
পিবিএ/বাখ