পিবিএ,খুলনা: খুলনার ফুলতলা উপজেলার খানজাহানপুর এলাকা থেকে ইয়াসির আরাফাত (১০) নামে এক শিশুর হাত পা বাঁধা লাশ উদ্ধার করেছে পুলিশ। সোমবার দুপুরে ভৈরব নদ থেকে তার লাশ উদ্ধার করা হয়। সে উপজেলার কাজী আবু মোকাররম মাদ্রাসার চতুর্থ শ্রেণির ছাত্র।
এ ঘটনায় জড়িত সন্দেহে রাজ বিশ্বাস নামে একজনকে ঢাকা থেকে গ্রেফতার করা হয়েছে। এছাড়া জিজ্ঞাসাবাদের জন্য খানজাহানপুর গ্রামের কাজী আবু মোকারাম দাখিল মাদ্রাসার ছাত্র ওমর ফারুক (১১), তাওহিদ (১০) ও রাব্বি (১২) নামের তিন কিশোরকে আটক করেছে পুলিশ।
পুলিশ ও পারিবারিক সূত্র জানায়, রোববার বেলা ১১টার দিকে সহপাঠিদেও সাথে ভৈরব নদে গোসল করতে গিয়ে আর বাড়ি ফিরে আসেনি আরাফাত। গতকাল সোমবার এলাকাবাসী ভৈরব নদে কলা গাছের ছড়া দিয়ে বুকে বাঁশ ও পায়ে রশি বাঁধা অবস্থায় লাশ ভাসতে দেখে পুলিশকে খবর দেয়। পরে পুলিশ গিয়ে তার লাশ উদ্ধার করে।
এলাকাবাসি জানায়, স্বামী পরিত্যাক্তা শাহানা বেগমের পালিত পুত্র আরাফাতের নামে তার জমি ও অর্থ উইল করে দিবে এমন সংবাদেও জের ধরে এ ঘটনা ঘটতে পারে। ফুলতলা থানা মোঃ মনিরুল ইসলাম জানিয়েছেন, প্রাথমিকভাবে জিজ্ঞাসাবাদের জন্য তার তিন সহপাঠিকে আটক করা হয়েছে। পারিবারিক কলহের জের ধরে শিশুটিকে হত্যা করা হয়েছে কিনা খতিয়ে দেখা হচ্ছে।
পিবিএ/এইচআর/আরআই