ভোগ্য পণ্য বাজার দর স্থিতিশীল রাখতে বান্দরবানে মোবাইল র্কোট

পিবিএ,বান্দারবান: বান্দরবান বাজারে নিত্য পন্য ও ভোগ্য পন্য সমূহের বাজার দর স্থিতিশীল রাখাসহ জনসচেতনতা সৃষ্টি করনের লক্ষ্যে স্থানীয় সরকার পেীর সভা আইনের ১০৮ এর ১৯ ধারায় মোবাইল কোর্ট অভিযান পরিচালিত হয়েছে ।

সহকারী ম্যাজিস্ট্রেট মো: জাকির হোসেন এর পরিচালনায় মঙ্গলবার ১৪ মে বিকালে বান্দরবান বাজারের বিভিন্ন দোকানে এই অভিযান চালানো হয় । এই সময় বৈধ কাগজ পএ ও ট্রেট লাইসেন্স না থাকায় হাজী ইসহাক স্টোরকে ৫০০ টাকা জরিমানা প্রদান করা হয় । মোবাইল কোট পরিচালনায় এই সময় আরো উপস্থিত ছিলেন বান্দরবান সেনিটারি কর্মকর্তা সুশিলা কর্মকার।
এই সময় সহাকারী ম্যাজিস্ট্রেট মো: জাকির হোসেন বাজারস্ত সকল দোকানীসহ উপস্থিত ক্রেতাসাধারনকে স্থানীয় সরকার আইন যথাযথ পরিপালনের জন্য সার্বিক নিদেশনা প্রদান করেন । এছাড়ার তিনি আশে পাশের অনান্য দোকান ও হোটেলগুলোকেও সর্তক করেন , তিনি বলেন আমরা আমাদের দৈনন্দিন জীবনে প্রতিনিয়তই সাধারন মানুষগন হোটেল গুলো থেকে খাবার খেয়ে থাকি , কিন্তু তা কি পরিবেশে রান্না করছে তা আমরা উপলব্দি করতে পারি না , অপরিচ্ছন্ন পরিবেশে রান্না করা এই সব খাবার খেয়ে সাধারন জনগনকে নানা রোগের ভোগান্তি পরতে হয় ।
তাই ভাল পরিবেশে রান্না করা খাবার খেয়ে যাতে সবাই সুস্থ্য থাকে সেদিকে লক্ষ্য রেখে হোটেলের মালিকদের ভাল পরিচ্ছন্ন পরিবেশে খারার রান্না করার আহব্বান জানানো হয় সাথে সকল প্রত্যেক দোকান ও প্রতিষ্টানে সকল বৈধ কাগজ পএ রাখার জন্য ও বলেন ।

পিবিএ/আরএম/হক

আরও পড়ুন...