ভোটকেন্দ্র ফাঁকা, শুয়ে আছে কুকুর!

পিবিএ,কুমিল্লা: কুমিল্লায় মুরাদনগর উপজেলায় শান্তিপূর্ণভাবে উপজেলা পরিষদ নির্বাচনের ভোট গ্রহণ শুরু হয়েছে। রবিবার সকাল ৮টা থেকে শুরু হয়েছে ভোট গ্রহণ। বিরতিহীনভাবে চলবে বিকাল ৪টা পর্যন্ত। তবে প্রতিটি ভোট কেন্দ্রে ভোটার উপস্থিতি নেই বললেই চলে।

সকাল থেকে উপজেলার বিভিন্ন কেন্দ্র ঘুরে দেখা গেছে, প্রতিটি কেন্দ্র একেবারেই ফাঁকা রয়েছে। সকাল ১১টায় উপজেলার বাঙ্গরাবাজার থানাধীন কড়ইবাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্রে গিয়ে দেখা গেছে, সেখানে ভোটারদের কোন উপস্থিতি নেই। এ কেন্দ্রে শুয়ে আছে কুকুর!

উল্লেখ্য, মুরাদনগর উপজেলায় পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে ৪ জন, ভাইস চেয়ারম্যান পদে ৭ জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৩জন প্রার্থী অংশ নিচ্ছেন। নির্বাচন সুষ্ঠুভাবে পরিচালনার জন্য বিপুলসংখ্যক পুলিশ, র‌্যাব, বিজিবি, অস্ত্রধারী আনসার, নির্বাহী ও বিচারিক হাকিম রয়েছেন। তবে নির্বাচন উপলক্ষে প্রশাসনের তরফ থেকে সর্তক অবস্থায় নির্বাহী ম্যাজিস্ট্রেট, র‌্যাব, বিজিবি, পুলিশ এবং আনসার বাহিনী মাঠে রয়েছে।

পিবিএ/এমএইচ/হক

আরও পড়ুন...