রংপুর-৩ আসনের উপ-নির্বাচন

ভোটারের দেখা নেই তাই খোশ-গল্পে সময় পার !

রংপুর-৩
রংপুর-৩ আসনের উপ-নির্বাচনে ভোটারশূন্য ভোট কেন্দ্র

পিবিএ,রংপুর: হুসাইন মুহাম্মদ এরশাদের মৃত্যুতে শূন্য হওয়া রংপুর-৩ আসনের উপ-নির্বাচনে আজ শনিবার সকাল থেকে শুরু হয়েছে ভোট গ্রহণ। কিন্তু ভোট কেন্দ্রগুলো রয়েছে ভোটারশূন্য। ভোটার না আসায় অলস সময় কাটাচ্ছে নির্বাচনের কাজে নিয়োজিত কর্মকর্তরা। খোশ গল্প করে সময় কাটাতে দেখা যায় তাদের। বিভিন্ন কেন্দ্রে ঘুরে দেখা যায় দুপুর ১২টা পর্যন্ত ১০-২০ জন ভোটার উপস্থিত হয়েছেন। এই পরিস্থিতিতে ভোট কেন্দ্র আসা বৃদ্ধ আব্দুল জলিল রংপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় ভোট কেন্দ্র ভোট দিতে এসে বলেন, ‘বাড়ি থাকি ভোট কেন্দ্রোত আইসপার মানা করছে। তাও আসনু বাহে। ভোট না দিয়্যা বাড়িত থাকি লাভ কি? সারা জীবন ভোট দিনু। এটা তো মোর গণতান্ত্রিক অধিকার।’ ‘বাবা মোর বাড়ির কায়ো ভোট দিবার আইসে নাই। ভালো প্রার্থী নাই। ভোট দিয়্যা উন্নয়ন হয় না। এই জন্যে মোকও ভোট দিবার মানা করছে।

জাতীয় পার্টির প্রয়াত চেয়ারম্যান ও সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদের মৃত্যুতে এ আসন শূন্য হয়। সকালে ভোটগ্রহণের শুরুতে কেন্দ্রগুলোতে ভোটার উপস্থিতি কম লক্ষ্য করা গেছে। সকাল ৯টার পর তমিজ উদ্দিন সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ১০ থেকে ১২জন ভোটারের উপস্থিতি দেখা গেছে।

সদর উপজেলার হরিদেবপুর ইউনিয়নের গোকুলপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে মোট ভোটার দুই হাজার ৮০০। বেলা সোয়া ১১টায় ভোট পড়েছে মাত্র ১২০টি। প্রিসাইডিং অফিসার রাফিউল আলম বলেন, ভোটার উপস্থিতি নেই বললেই চলে। তবে দুপুরের পর বাড়তে পারে। একই ইউনিয়নের পাগলাপীর স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে সকাল ১১টা পর্যন্ত ১০৫ জন ভোটার ভোট দিয়েছেন। তার মধ্যে নারী ভোটার মাত্র তিনজন। প্রিসাইডিং অফিসার এ কে এম গোলাম ফারুক জানান, এই কেন্দ্রের আওতায় মোট ভোটার দুই হাজার ৬০০।

রংপুর-৩ আসনের উপ-নির্বাচনে ভোটারশূন্য ভোট কেন্দ্র

বিএনপি প্রার্থী রিটা রহমান নগরীর রাধাবল্লভ সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রসহ কয়েকটি কেন্দ্র পরিদর্শন করেন। রংপুর ৩ আসনের ভোটার না হওয়ায় হতাশা প্রকাশ করে তিনি জানান, যত তাড়াতাড়ি সম্ভব এ নির্বাচনী এলাকার ভোটার হবেন তিনি। নির্বাচন সম্পর্কে হতাশা প্রকাশ করে তিনি বলেন, শুক্রবার রাতে খলেয়াসহ বিভিন্ন ইউনিয়নে বিএনপি নেতাকর্মীদের বাড়িতে বাড়িতে পুলিশ হানা দিয়েছে। পুলিশি হয়রানির ভয়ে নেতাকর্মীরা পালিয়ে বেড়াচ্ছে। এটা তো নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ড হলো না। নির্বাচন সুষ্ঠু হওয়ার লক্ষণ দেখতে পাচ্ছি না উল্লেখ করে তিনি অনিয়মের আশঙ্কা প্রকাশ করেন।

সকাল সোয়া ১০টার দিকে জাতীয় পার্টির প্রার্থী রাহগির আল মাহি সাদ এরশাদ নগরীর কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রসহ কয়েকটি কেন্দ্র পরিদর্শন করেন। তবে স্থানীয় ভোটার না হওয়ায় তিনি ভোট দিতে পারেননি। এদিকে প্রয়াত হুসেইন মুহাম্মদ এরশাদের ভাতিজা স্বতন্ত্র প্রার্থী হোসেন মকবুল শাহরিয়ার আসিফ বলেন, নির্বাচন সুষ্ঠু হচ্ছে। ইভিএমের (ইলেকট্রনিক ভোটিং মেশিন) মাধ্যমে ভোটা হওয়ায় ভোটার উপস্থিতি কম। তিনিও জয়ের ব্যাপারে আশাবাদ প্রকাশ করেন।

ভোটের মাঠে রয়েছেন মহাজোট (জাতীয় পার্টির) প্রার্থী প্রয়াত এরশাদপুত্র রাহগির আল মাহি এরশাদ (সাদ), বিএনপির রিটা রহমান, স্বতন্ত্র হোসেন মকবুল শাহরিয়ার আসিফ, এনপিপির শফিউল আলম, গণফ্রন্টের কাজী মোহাম্মদ শহীদুল্লাহ এবং খেলাফত মজলিসের তৌহিদুর রহমান মণ্ডল। তবে ৬ জন প্রার্থী মধ্যে এ রিপোর্ট লেখা পর্যন্ত দু’জন প্রার্থী তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। এর মধ্যে স্বতন্ত্র হোসেন মকবুল শাহরিয়ার আসিফ সকাল সাড়ে ৯টায় নগরীর সেনপাড়া তোজাম্মেল হোসেন মেমোরিয়াল শিশুমংগল সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে এবং খেলাফত মজলিসের প্রার্থী তৌহিদুর রহমান মণ্ডল রংপুর মডেল কলেজ কেন্দ্রে নিজের ভোট প্রদান করেন।

রংপুর-৩ আসনের উপ-নির্বাচনে ভোটারশূন্য ভোট কেন্দ্র।

বাংলাদেশ আওয়ামী লীগ নির্বাচন থেকে জোটের কারণে প্রার্থী প্রত্যাহার করে নেওয়ায় এরশাদ পুত্রের মূল প্রতিদ্বন্দ্বী হচ্ছেন বিএনপির রিটা রহমান। একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ১ লাখ ৪২ হাজার ৯২৬ ভোট পেয়ে জয়ী হয়েছিলেন জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন বিএনপি প্রার্থী রিটা রহমান। তিনি পেয়েছিলেন ৫৩ হাজার ৮৯ ভোট। ভোট পড়েছিল ৫২ দশমিক ৩১ শতাংশ।

রংপুর-৩ আসনটিতে একাদশ জাতীয় সংসদ নির্বাচনের মতোই সম্পূর্ণভাবে ইলেকট্রনিক ভোটিং মেশিনে ভোটগ্রহণ করা হচ্ছে। নির্বাচনে ১৭৫ জন প্রিজাইডিং কর্মকর্তা, ১ হাজার ২৩ জন সহকারী প্রিজাইডিং কর্মকর্তা ও ২ হাজার ৪৬ জন পোলিং কর্মকর্তা ভোটগ্রহণের দায়িত্ব পালন করছেন। গত সংসদ নির্বাচনে ভোটের ফল প্রকাশে বিলম্ব হলেও এবার সন্ধ্যা ছয়টার মধ্যে সব কেন্দ্রের ফলাফল প্রকাশের নির্দেশনা দিয়েছে ইসি বলে জানান রিটানিং অফিসার সাহাতাব উদ্দিন।

পিবিএ/বাখ

আরও পড়ুন...