ভোটার তালিকার হালনাগাদ কর্মসূচির উদ্ধোধন করলেন সিইসি

মঙ্গলবার থেকে সারাদেশে ভোটার তালিকা হালনাগাদ কর্মসূচি শুরু হয়েছে। দুপুরে রাজবাড়ী জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে প্রধান নির্বাচন কমিশনার কেএম নূরুল হুদা এ কর্মসূচির উদ্বোধন করেন।
ভোটার তালিকার হালনাগাদ কর্মসূচির উদ্ধোধন করলেন সিইসি

পিবিএ, রাজবাড়ী: মঙ্গলবার থেকে সারাদেশে ভোটার তালিকা হালনাগাদ কর্মসূচি শুরু হয়েছে। দুপুরে রাজবাড়ী জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে প্রধান নির্বাচন কমিশনার কেএম নূরুল হুদা এ কর্মসূচির উদ্বোধন করেন। এসময় তিনি বলেন, সারাদেশে ভোটার তালিকা হালনাগাদ কয়েকটা ধাপে হবে। এই ধাপের মধ্যে প্রথম ধাপ শুরু হলো আজ থেকে। যাদের বয়স ১৮বছর হবে তারাই ভোটার হতে পারবে।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে সিইসি বলেন, এরপর থেকে সকল নির্বাচনই ইভিএম পদ্ধতির মাধ্যমে অনুষ্ঠিত হবে। তিনি বলেন, যদি আপনারা আপনাদের জেলার কালুখালী উপজেলা পরিষদ নির্বাচন ইভিএম পদ্ধতিতে চান সেটাও সম্ভব। তিনি ভোটার তালিকা হালনাগাদের ব্যাপারে সংশ্লিষ্ট সকলকে বিচ্চক্ষণতার সাথে ভোটার তালিকা প্রণয়নের আহ্বান জানান।

ভোটার তালিকার হালনাগাদ কর্মসূচির উদ্ধোধন করলেন সিইসি

এ সময় রাজবাড়ীর জেলা প্রশাসক মোঃ শওকত আলী, জেলা পরিষদের চেয়ারম্যান ফকির আব্দুল জব্বার, পুলিশ সুপার আসমা সিদ্দিকা মিলি, রাজবাড়ী পৌরসভার মেয়র মহম্মদ আলী চৌধুরী, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান এ্যাডঃ ইমদাদুল হক বিশ্বাস, বালিয়াকান্দি উপজেলা পরিষদের চেয়ারম্যান আবুল কালাজ আজাদ প্রমুখ উপস্থিত ছিলেন।

পিবিএ/সিএস/আরআই

আরও পড়ুন...