ভোটের দিন সাংবাদিকরা মোটরসাইকেল ব্যবহার করতে পারবে

 

পিবিএ,ঢাকা: ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনে সাংবাদিকরা মোটরসাইকেল ব্যবহার করতে পারবেন বলে জানিয়েছেন নির্বাচন কমিশনের (ইসি) সিনিয়র সচিব মো. আলমগীর।

রোববার (২৬ জানুয়ারি) সকালে রাজধানীর আগারগাঁওয়ে অবস্থিত নির্বাচন ভবনে ইসি বিটের সাংবাদিকদের সঙ্গে আলোচনার সময় এ তথ্য জানান ইসির জ্যেষ্ঠ সচিব মো. আলমগীর।

তিনি জানান, সিটি করপোরেশন নির্বাচনে সংবাদ সংগ্রহের জন্য সাংবাদিকদের মোটরসাইকেল ব্যবহার করার জন্য প্রাথমিক সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে কমিশন।

তবে মোটরসাইকেল ব্যবহারের ক্ষেত্রে অবশ্যই কমিশন থেকে সরবরাহ করা স্টিকার ও কার্ড এবং সাংবাদিকের নিজ অফিসের পরিচয়পত্র সঙ্গে থাকতে হবে বলেও জানান সচিব।

নির্বাচনের সংবাদ সংগ্রহ করার জন্য পুলিশ যাতে সাংবাদিকদের সর্বাত্মক সহযোগিতা করে সেজন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সঙ্গে কথা বলবেন বলে জানান মো. আলমগীর।
পিবিএ/এএম

আরও পড়ুন...