ভোটের মাঠে খেয়াল রাখতে হবে: সিইসি

পিবিএ, ঢাকা: একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটের মাঠ যেন উত্তপ্ত না হয় সেদিকে খেয়াল রাখতে হবে বলে জুডিসিয়াল ম্যাজিস্ট্রেটদের সর্তক থাকার পরার্মশ দিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নুরূল হুদা।

মঙ্গলবার আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনে একাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে জুডিসিয়াল ম্যাজিস্ট্রেটদের উদ্দেশ্যে ব্রিফিং এ এই সব কথা বলেন সিইসি। ভোটগ্রহণের আগের দিন, ভোটগ্রহণের দিন এবং ভোটগ্রহণের পরের দুই দিন নির্বাচনের মাঠে নিয়োজিত থাকবেন বিচারকেরা।

তিনি বলেন, ভোটের মাঠ যেন উত্তপ্ত না হয় সেদিকে খেয়াল রাখতে হবে। আইন কেবল বইয়ে থাকলে হবে না। তাকে প্রয়োগ করতে হবে। তেমন পরিবেশ তৈরি করতে হবে। নির্বাচনে এখনো কোন সহিংসতার ঘটনা ঘটেনি। আশা করি ঘটবে না।

এ সময় মাহবুব তালুকদার বলেন, কেবল আইনানুগ বললেই হবেনা। আইনকে তার গতি অনুযায়ী চলতে দিতে হবে। আমরা চাই প্রকৃত ভোটের মাধ্যমে যারা নির্বাচিত হবেন তারাই যেন ক্ষমতায় বসেন।

ব্রিফিংয়ে উপস্তিত ছিলেন প্রধান নির্বাচন কমিশনারসহ উপস্থিত ছিলেন নির্বাচন কমিশনার মো. রফিকুল ইসলাম, বেগম কবিতা খানম, ব্রিগেডিয়ার জেনারেল (অব.) শাহাদাত হোসেন চৌধুরী, ইসি সচিব হেলালুদ্দীন আহমদ প্রমুখ।

পিবিএ/এসআই/এএইচ

আরও পড়ুন...