পিবিএ, ডেস্ক: সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচিত ব্যক্তি সঙ্গীত ভিডিও মডেল, অভিনেতা হিরো আলম ফের খবরে। ভোটের ময়দানের পর আবার মনোরঞ্জনের ময়দানে সক্রিয় হয়েছেন তিনি। জনপ্রিয় সেলেব অনন্ত জালিলের ছবিতে দেখা যেতে চলেছে তাঁকে।
এ ব্যাপারে অনন্ত জালিল জানান, হিরো আলম একটা পর্যায়ে পৌঁছে গিয়েছেন, তাই তাঁকে ছোটাখাটো চরিত্রে আর ধরে রাখা যাবে না। আর সেই কথা ভেবেই অনন্ত জালিলের পরবর্তী ছবিতে হিরো আলমকে নেওয়ার কথা ভাবছেন তারকা নিজেই। হিরো আলম সম্পর্কে অনন্ত জলিল আরও বলেন,’আমি যেহেতু কথা দিয়েছি, অবশ্যই নেব।
এছাড়াও ভারতীয় একটি ছবিতে হিরো আলমের কাজ করার কথা এ মাসেই। হিরো আলমকে নিয়ে এমন খবর প্রকাশিত হয়েছে ভারতীয় গণমাধ্যমে।
পিবিএ/ এমআই