ভোট দিয়েছেন আতিকুল ইসলাম

পিবিএ,ঢাকা: ঢাকা উত্তর সিটি করপোরেশনের উপনির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী আতিকুল ইসলাম উত্তরার ৪ নম্বর সেক্টরের নওয়াব হাবিবুল্লাহ মডেল স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে ভোট দিয়েছেন।

বৃহস্পতিবার (২৮ ফেব্রুয়ারি) সকাল ৯টা ৭মিনিটে তিনি তার নিজের ভোট দেন। এ সময় তার পরিবারের সদস্যরা তার সঙ্গে উপস্থিত ছিলেন।

সকাল ৮টা থেকে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনে মেয়র পদে উপনির্বাচন এবং দুই সিটি কর্পোরেশনের সম্প্রসারিত ৩৬টি ওয়ার্ডে ভোট গ্রহণ শুরু হয়েছে। যা বিকাল ৪টা পর্যন্ত টানা চলবে ভোট গ্রহণ।

পিবিএ/হক

 

 

 

আরও পড়ুন...