ভোরের আকাশের নির্বাহী সম্পাদক কায়েদের স্মরণে দোয়া মাহফিল

মোঃ রিফাতুন্নবী রিফাত,গাইবান্ধাঃ দৈনিক ভোরের আকাশ পত্রিকার নির্বাহী সম্পাদক আল ইসলাম কায়েদের বিদেহী আত্মার মাগফিরাত কামনায় গাইবান্ধায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১৩ সেপ্টেম্বর) বাদ আছর গাইবান্ধা সদর উপজেলার বল্লমঝাড় মধ্যমকুমেদপুর শাহ্ জাফর সাদী (রহঃ) নূরানী হাফিজিয়া ক্বওমী মাদরাসা ও এতিমখানার ছাত্রদের সঙ্গে নিয়ে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

দৈনিক ভোরের আকাশের গাইবান্ধা জেলা প্রতিনিধি রিফাতুন্নবী রিফাতের সভাপতিত্বে দোয়া মাহফিল পরিচালনা করেন অত্র মাদরাসার খতিব ইমাম মোঃ সাদ্দাম হোসেন।

উল্লেখ্যঃ দৈনিক ভোরের আকাশের নির্বাহী সম্পাদকের দায়িত্ব পালন করতেন আল ইসলাম কায়েদ। গতকাল বৃহস্পতিবার মাগরিবের আযানের সময় তিনি বাসায় পৌঁছান। তখনই তার নাক থেকে রক্ত দেখতে পান তার কন্যা; তৎক্ষনাত একটানা ১০ থেকে ১৫ মিনিট প্রচন্ড রকমের রক্তবমিও করতে থাকেন তিনি। দ্রুত তাকে ইসলামী ব্যাংক হাসপাতাল, কাকরাইল নেওয়া হলে সেখানকার কতর্ব্যরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য মুগদা জেনারেল হাসপাতালে রেফার করেন। পরবর্তীতে রাজধানীর মুগদা জেনারেল হাসপাতালে নিলে আনুমানিক সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে কতর্ব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

গতকাল রাত ১১টা ৩০ মিনিটে প্রথম যানাজা শেষে আল ইসলাম কায়েদের মরদেহ ভোলা জেলার সদর উপজেলার আল্লার দান জামে মসজিদে বাদ জুম্মা নামাজ শেষে দ্বিতীয় যানাজা নামাজ শেষে তার মরদেহ যায় চরফ্যাশন উপজেলার নিজ গ্রামে তৃতীয় যানাজা নামাজ শেষে দাফন সম্পূর্ণ করা হবে।

মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫৫ বছর। তিনি স্ত্রী, পুত্র, কন্যাসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

আরও পড়ুন...