ভ্যালেন্টাইনস ডে উপলক্ষে বিমানের টিকেটে বিশেষ ছাড়

পিবিএ,ঢাকা: ভ্যালেন্টাইনস ডে উপলক্ষে ভ্রমণপিপাসুদের জন্য টিকিটে বিশেষ ছাড় দিয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স।

ঢাকা-কুয়ালালামপুর, ঢাকা-কাঠমান্ডু, ঢাকা-সিঙ্গাপুর, ঢাকা-ব্যাংকক, ঢাকা-কলকাতা ও ঢাকা-ইয়াংগুন রুটে টিকিটে ১৫ শতাংশ ছাড় ঘোষণা করা হয়েছে।

সোমবার বিমানের ব্যবস্থাপক জনসংযোগ তাছমিন আকতারের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, দেশি-বিদেশি পর্যটকদের উৎসাহিত করতে আন্তর্জাতিক এসব রুটে ভ্যালেন্টাইন অফার দেওয়া হয়েছে। ১ ফেব্রুয়ারি থেকে বিশেষ হ্রাসকৃত ভাড়ার অফার চলছে, যা চলবে আগামী ১৪ ফেব্রুয়ারি পর্যন্ত। বিমানের সব সেলস সেন্টার, ট্রাভেল এজেন্ট, কল সেন্টার এবং ওয়েবসাইট থেকে টিকিট কেনা যাবে।

বিস্তারিত জানতে বিমানের ওয়েবসাইট অথবা কল সেন্টারে ফোন নম্বর-৮৯০১৬০০ এপটেনশন-২৭১০ ও ২৭১১ অথবা সরাসরি ০১৭৭৭-৭১৫৬১৩-১৬ মোবাইল নম্বরে যোগাযোগ করতে হবে।

পিবিএ/জেআই

আরও পড়ুন...