ভ্যেজাল পণ্য তৈরিকারীদের তথ্য দিতে নাগরিকদের অনুরোধ

যারা নকল স্যালাইন, শিশু খাদ্য ও বিভিন্ন পণ্য তৈরি করছে তাদের ব্যাপারে কোন ধরনের তথ্য থাকলে তা ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশকে জানাতে অনুরোধ জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার মোহাম্মদ হারুন অর রশীদ।

বুধবার (৮ মে) দুপুরে রাজধানীর মিন্টো রোডে ডিবি কার্যালয়ে নিজ অফিসে সাংবাদিকদের এ কথা জানান তিনি।

তিনি বলেন, ভেজাল পণ্য তৈরি করে বিক্রি করা তো একটি অপরাধ। সংশ্লিষ্ট প্রতিষ্ঠান (ভোক্তা অধিকার, বিএসটিআই) তাদের কাজ করবে, আমরা আমাদের কাজ করবো। যারা শিশুর নকল খাবার তৈরি করবে, নকল সালাইন তৈরি করবে তাদের লাইসেন্স আছে কিনা অনুমোদন আছে কিনা এটা কিন্তু জানার অধিকার একজন নাগরিকেরাও আছে। তারাও তাদের জিজ্ঞেস করতে পারে।

হারুন বলেন, এলাকার লোকজন তাদের না ধরুক অন্তত আমাদের তথ্য দিলে এটাও আমাদের জন্য সহায়ক হবে। তাহলে আমরা তাদের গ্রেফতার করতে পারব। এজন্য আমি সকলকে অনুরোধ করব যারা নকল ড্রিঙ্কস, জুস, ফ্রু্টো বানাচ্ছে, লবন চিনি মিশিয়ে নকল স্যালাইন তৈরী করছে তাদের ব্যাপারে তথ্য দিলে আমরা অবশ্যই তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করব।

যারা ঘরে বসে নকল ড্রিংস, জুস, পানীয় তৈরি করছে তাদেরকে জিজ্ঞাসাবাদের দায়িত্ব যেমন অন্য সংস্থার আছে, আইনশৃঙ্খলা বাহিনীরও আছে। নাগরিকও আছে। সকলের সচেতন হলে সকল অসাধু ব্যবসায়ীদের ধরতে সুবিধা হবে বলে মনে করেন তিনি।

সম্প্রতি মতিঝিলসহ রাজধানীর বেশ কিছু এলাকায় অভিযান চালিয়ে নকুল স্যালাইন তৈরীকারী কয়েকটি চক্রকে গ্রেফতার করেছে ডিবি।

আরও পড়ুন...