পিবিএ,বিনোদন: চিত্রনায়িকা মাহিয়া মাহি। ঘটনাক্রমে তার স্বামীর সঙ্গে বিচ্ছেদ হয়। কিন্তু মাহি খুঁজে বেড়াচ্ছেন তার স্বামী ফরহাদকে। তিনি বিভিন্ন স্থানে খুঁজে বেড়াচ্ছেন আর গাইছেন-‘ভ্রমর কইয়ো গিয়া, শ্রীকৃষ্ণ বিচ্ছেদের অনলে অঙ্গ যায় জ্বলিয়া’।
এমন দৃশ্য দেখা যাবে চলচ্চিত্র নির্মাতা মোস্তাফিজুর রহমান মানিকের ‘আনন্দ অশ্রু’ সিনেমায়।
রাজধানীর রিরুলিয়ায় প্রিয়াংকা শুটিং হাউজে এ গানের শুটিং করা হচ্ছে। এতে অংশ নিয়েছেন চিত্রনায়িকা মাহিয়া মাহি। রাধারমণ দত্তের কথা ও সুরে জনপ্রিয় গান ‘ভ্রমর কইয়ো গিয়া, শ্রীকৃষ্ণ বিচ্ছেদের অনলে অঙ্গ যায় জ্বলিয়া’-গানটির রিমেকে দেখা যাবে মাহিকে। এই গানটির রিমেক করছেন জেকে। এতে কন্ঠ দিয়েছেন কন্ঠশিল্পী খেয়া।
এ প্রসঙ্গে পরিচালক মোস্তাফিজুর রহমান মানিক বলেন, ‘আজ থেকে বিরুলিয়ায় এর শুটিং শুরু করেছি। এর প্রায় ৯০ ভাগ কাজ এরই মধ্যে শেষ হয়েছে। এই লটে পাঁচদিন শুটিং করবো। ঈদের পরে বাকি কাজ করে প্রেক্ষাগৃহে মুক্তি দিব।’
গতবছরের শুরুর দিকে ‘আনন্দ অশ্রু’সিনেমার শুটিং শুরু করা হয়। এতে কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করছেন সাইমন সাদিক, মাহিয়া মাহি ও জয় চৌধুরী। এছাড়াও রয়েছেন আলীরাজ, শহিদুজ্জামান সেলিমসহ অনেকে।
পিবিএ/এমএস