পিবিএ,ঢাকা: রাজধানী উত্তরায় শিশু রিফাতের(৮) লাশ নিয়ে সড়ক অবরোধ করেছে রিফাতের স্বজন ও এলাকাবাবাসী। বুধবার দুপুর সাড়ে ১২টায় ঢাকা-ময়মনসিংহ মহা সড়কের উত্তরা রাজলক্ষী বাসস্টান্ডে সড়ক অবরোধ ও বিক্ষোভ করে এলাকাবাসী। এতে ভয়ানক যানজটের কবলে পড়েছে ঢাকা উত্তরের প্রতিটি সংযোগ সড়কসহ দক্ষিনে বনানী পর্যন্ত ছড়িয়ে পড়েছে এ যানজট।
ঘটনা সূত্রে জানা গেছে, গত সোমবার নিখোঁজ শিশু রিফাতের লাশ উদ্ধার করে পুলিশ। অভিযোগে জানা গেছে, দক্ষিণখান থানা পুলিশ প্রথমে মামলা নিতে গরিমসি করলেও পরবর্তিতে মামলা নিতে বাধ্য হয়। মামলা নেয়ার তিনদিন অতিবাহিত হলেও এখনও আসামীদের বিরুদ্ধে ব্যবস্থা না নেয়ায় শিশুর লাশবাহিত কফিন নিয়ে সড়ক অবরোধ করেছে শিশু রিফাতের স্বজনেরা। বেলা ৩ টা ২০ মিনিটে এ রিপোর্ট লেখা পর্যন্ত সড়কে সকল প্রকার যান-চলাচল বন্ধ রয়েছে।