‘ভয়’-এর কারণে দেশ-বিদেশ ছুটে চলেছেন ফারিয়া

পিবিএ ডেস্ক: কিছুদিন আগেও ভারতের বিহারে টানা বেশ কিছুদিন ছিলেন ‘ভয়’-এর জন্য। ‘ভয়’ ফারিয়ার নতুন ছবির নাম। এবার আবারও এর শুটিংয়ে কলকাতায় যাচ্ছেন এই অভিনেত্রী। ফারিয়া জানান, ‘ভয়’ থ্রিলার ঘরানার ছবি। কিছুদিন আগে এই ছবির কাজ করে দেশে আসলাম। এবার আবারও ছুটতে হবে। আগামী ২১ অক্টোবর ছবির বাকি অংশের কাজ হবে। এবার টানা ছবির কাজটি করবো। কাজ শেষ করেই দেশে ফেরা হবে।

‘ভয়’ পরিচালনা করছেন কলকাতার জনপ্রিয় নির্মাতা রাজা চন্দ। এতে তার বিপরীতে অভিনয় করছেন অঙ্কুশ। ছবির গল্পে দেখা যাবে, সফল সাঁতারু অঙ্কুশকে। তার বোন অটিজমের শিকার। অজানা এক ভয় নেমে আসে তাদের জীবনে। ছবিতে বোনের শিক্ষিকার চরিত্রে অভিনয় করছেন ফারিয়া।

এদিকে, সম্প্রতি ইফতেখার চৌধুরীর নতুন ছবিতে চুক্তিবদ্ধ হয়েছেন নুসরাত ফারিয়া। খুব শিগগিরই এর দৃশ্যধারণ শুরু হবে। আর কিছুদিন আগেই তিনি শেষ করেছেন শামীম আহমেদ রনির ‘শাহেনশাহ’ ছবির কাজ। এতে ফারিয়ার বিপরীতে অভিনয় করেছেন শাকিব খান। পাশাপাশি মুক্তির অপেক্ষায় আছে দীপংকর দীপনের ‘ঢাকা ২০৪০’ ছবিটিও।

পিবিএ/বিএইচ

আরও পড়ুন...