মক্কা-মদিনায় রমজানের তৃতীয় জুমা পড়াবেন যারা

চলতি বছরের রমজান মাস ঘিরে মুসলিমদের পবিত্র দুই শহর মক্কা ও মদিনায় বিপুল সংখ্যক উমরাহ যাত্রীর সমাগম ঘটেছে। বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন দেশের লাখ লাখ মুসল্লির আগমনে রীতিমতো মুখরিত সৌদি আরবের দুই শহর।

মক্কার মসজিদুল হারামে শুক্রবার রমজানের তৃতীয় (১৮ রমজান, ২৯ মার্চ ) জুমার নামাজে ইমামতি করবেন ইমাম ও খতিব শায়খ জুহানি। একই দিনে মদিনায় অবস্থিত মসজিদে নববীতে জুমার নামাজ পড়াবেন ইমাম ও খতিব শায়েখ বুদাইর।

মসজিদুল হারাম ও মসজিদে নববী বিষয়ক ওয়েব পোর্টাল হারামাইন শরিফাইন এ তথ্য জানিয়েছে।

মসজিদুল হারাম ও মসজিদে নববীতে বেশ কয়েকজন ইমাম ও খতিব রয়েছেন, তারা হারামাইন শরিফাইনের পরিচালনা পর্ষদের শিডিউল অনুযায়ী জুমা ও পাঁচ ওয়াক্ত নামাজে ইমামতি করেন।

রমজানে বরাবরই ওমরাহ পালনকারীদের ভিড় হয় মক্কা-মদিনায়। তবে এবারের মতো সংখ্যক ওমরাহ যাত্রী এর আগে দেখা যায়নি।

অনেকের মতে, এর একটি বড় কারণ আবহাওয়াগত অবস্থা। মরুভূমির দেশ সৌদি আরবে গরমকাল পুরোপুরি শুরু হয় এপ্রিল থেকে। তার আগ পর্যন্ত আবহাওয়া বেশ সহনীয় ও আরামদায়ক থাকে। চলতি বছর সৌদি আরবে পবিত্র রমজান শুরু হয়েছে ১১ মার্চ থেকে।

রমজান মাসের দ্বিতীয় শুক্রবারে কাবা শরীফে মুসল্লিদের ভিড় এতই বেশি ছিল যে কাবার গ্র্যান্ড মসজিদ পেরিয়ে নামাজের কাতার গিয়েছিল সাড়ে তিন কিলোমিটারেরও বেশি দূরের মাআলা এলাকায়।

এছাড়া রমজানের প্রথম ভাগে অর্থাৎ রহমতের ১০ দিনে সৌদি আরবের মদিনায় মসজিদে নববীতে প্রায় এক কোটি মুসল্লি পরিদর্শন করেছেন। এছাড়া একই সময়ে প্রায় সাড়ে সাত লাখ মুসল্লি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজায় জিয়ারত করেছেন।

আরও পড়ুন...