মঙ্গলবার গ্যাস বন্ধ থাকবে

পিবিএ ডেস্ক: উত্তরা, গুলশান, বনানি, যাত্রাবাড়ি এবং মিরপুরের কিছু অংশ ব্যতীত অন্য সব জায়গায় গ্যাস সরবরাহ বন্ধ থাকবে

২৪ ঘণ্টারও বেশি সময় গ্যাস সরবরাহ বন্ধ থাকার পর আগামী মঙ্গলবার আবারো একই ভোগান্তিতে পড়তে যাচ্ছেন ঢাকার বাসিন্দারা।

gas_PBA

মেট্রোরেলের নির্মাণ কাজের জন্য গ্যাসের পাইপলাইন পুনঃস্থাপন করা হচ্ছে। এ কারণে চলতি সপ্তাহের মঙ্গলবার সকাল ৬টা থেকে ১২ ঘণ্টার জন্য বন্ধ থাকবে গ্যাস সরবরাহ।

এ প্রসঙ্গে তিতাস গ্যাস ট্রান্সমিশন এবং ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের পরিচালক (অপারেশন) মোঃ কামরুজ্জামান এ প্রসঙ্গে বলেন, “মঙ্গলবার রাজধানীর উত্তরা, গুলশান, বনানি, যাত্রাবাড়ি এবং মিরপুরের কিছু অংশে গ্যাসের সরবরাহ সীমিত থাকবে। এবাদে ঢাকার অন্য সব জায়গায় গ্যাস সরবরাহ বন্ধ থাকবে”।

এর আগে, শনিবার সিটি গ্যাস স্টেশনে (সিজিএস) রক্ষণাবেক্ষণ কাজের জন্য সকাল ৮টা থেকে ২৪ ঘণ্টারও বেশি সময় গ্যস সরবরাহ বন্ধ ছিল।

এ প্রসঙ্গে তিনি বলেন, “এই সমস্যা ইতোমধ্যেই সমাধান করা হয়েছে। সকালের মধ্যেই রাজধানীর সর্বত্র গ্যাস সনযোগ পুনরায় চালুকরা হয়েছে”।

উল্লেখ্য, শনিবার মিরপুর, মোহাম্মদপুর, কালাবগান, শ্যামলী, আগারগাঁও, ছাড়াও ধামরাই, আশুলিয়া, আমিনবাজার, সাভার ও মানিকগঞ্জসহ রাজধানীর আশপাশের কয়েকটি এলাকায় ২৪ ঘণ্টারও বেশি গ্যাস সরবরাহ বন্ধ থাকায় চরম ভোগান্তিতে পড়ে সাধারণ মানুষ।

পিবিএ/জেআই

আরও পড়ুন...