মজার ২২টি তথ্য যা এর আগে কখনো শোনেননি !

information-PBA

পৃথিবীর অনেক কিছুই আমরা জানিনা। আবার পৃথিবীর সব জেনে ফেলাও কারো পক্ষে সম্ভব নয়। তাই কিছু কিছু মজার তথ্য হয়তো এখনো আপনার অগোচরে। যা জানলে আপনি হবেন দারুণ পুলকিত। তবে তা হোন-

১. গুগলের সার্চ বক্সে যদি elgooG অর্থাৎ গুগল উল্টো লিখে সার্চ করা হয় তবে তা এমন এক গুগল ওয়েবসাইটে নিয়ে যাবে যা অরিজিনাল সাইট থেকে সম্পূর্ণ উল্টো!

২. সারাবিশ্বে COCA-COLA’র প্রস্তুত প্রণালী মাত্র দুজন জানে এবং তাদের একই বিমানে যাতায়াত নিষিদ্ধ!

৩. আলেক্সান্ডার গ্রাহাম বেল কখনই তার মা অথবা বউকে ফোন করেনি, কারন তারা দুজনই বধির ছিলেন!

৪. কম্পিউটারে ব্যাবহারের জন্য প্রথম মাউস আবিষ্কার করেন Douglas Englebart নামের ভদ্রলোক, ১৯৬৪ সালে সেটি বানানো হয়েছিলো কাঠ দিয়ে!

৫. নারীদের তুলনায় পুরষেরা ছোট ছোট অক্ষর ভাল পড়তে পারেন। আর নারীদের শ্রবণ শক্তি পুরুষের তুলনায় বেশী!

৬. পিক্সেল এর হিসেবে মানুষের চোখ ৫৭৬ মেগা পিক্সেল!

৭. অংকে এক মিলিয়ন লিখতে ৭টি সংখ্যা লাগে। তেমনি ইংরেজিতে মিলিয়ন শব্দটি লিখতে ৭টি অক্ষর লাগে!

৮. হাঙর এর কোনও প্রকার রোগ ব্যাধি হয় না!

৯. ডিমের কুসুম যাতে খোসায় লেগে যেতে না পারে, তাই মুরগি তার ডিমকে দিনে প্রায় ৫০ বার উল্টে দেয়!

১০. এশিয়ার একমাত্র খ্রিস্টান রাষ্ট্র হলো ফিলিপাইন!

১১. আপনি যদি কারো দিকে তাকিয়ে নিঃশব্দে ‘কালারফুল’ শব্দটি উচ্চারন করেন, আপনার মুখভঙ্গি দেখে মনে হবে, আপনি তাকে ‘আই লাভ ইউ’ বলছেন!

১২. বৈবাহিক জীবন ৫০বছর হলে সেই দম্পতিকে প্রেসিডেন্ট পদক দেয়া হয় পোল্যান্ডে!

১৩. সাগর মহাসাহরের তলদেশে যত সোনা পড়ে আছে তা যদি উত্তোলন করে পৃথিবীর সব মানুষের মধ্যে বিলিয়ে দেয়া হয় তাহলে প্রতিটি মানুষের ভাগে পড়বে ২০ কেজি করে সোনা!

১৪. তুলনামূলক পৃথিবীর সবচেয়ে শক্তিশালী প্রাণী হল পিঁপড়ে। যে নিজের ওজনের ০৯ গুণ ওজন বহন করতে পারে!

১৫. এক বক্স তাসের ৪টি রাজা ইতিহাসের ৪ জন বিখ্যাত রাজার প্রতীক। তারা হলেনঃ রাজা দাউদ, আলেকজান্ডার, জুলিয়াস সিজার এবং শার্লিম্যান!

১৬. মধ্যযুগে আলকেমিরা বিভিন্ন ধাতুকে স্বর্ণে রূপান্তর করার ব্যর্থ প্রয়াস চালিয়ে চাঞ্চল্য সৃষ্টি করেছিলেন। তাদের দ্বারা অনুপ্রাণিত হয়েই কিনা জানা যায়নি, তবে স্যার আইজাক নিউটনও সময় ব্যয় করেছিলেন স্বর্ণ তৈরির আশায়!

১৭. ডায়েট কোকাকোলা জলে ঢাললে জলের উপরে ভেসে থাকবে। কিন্ত সাধারণ যে কোকাকোলা আছে তা জলে ঢাললে জলের সাথে মিশে যাবে।

১৮. হিটলারের প্রথম ভালোবাসা ছিল একজন ইহুদী তরুণী। কিন্তু সাহসের অভাবে হিটলার তার ভালোবাসার কথা সেই তরুণীকে জানাতেই পারেন নি! অথচ এই ব্যক্তিই পরবর্তী জীবনে হত্যা করেছেন বহু ইহুদীকে!

২০. অধিক মেয়েদের সাথে বসার সুযোগের জন্য বিল গেটস তার স্কুলে আসন বিন্যাসের প্রোগ্রাম কোড পরিবর্তন করে দিয়েছিলেন!

২১. সিঙ্গাপুরকে বলা হয় সিংহের শহর বা লায়ন সিটি। অথচ বাস্তবে গোটা সিঙ্গাপুরে একটাও সিংহ নেই!

২২. বিল ক্লিনটন তার প্রেসিডেন্সির ৮ বছরে মাত্র দুটি ই-মেইল সেন্ড করেছিলেন নিজে।

পিবিএ/এফএস

আরও পড়ুন...